কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উত্তরণ ও সলিডারিডাড এর যৌথ উদ্যোগে এবং সাসটেনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজ সফল-২ প্রকল্পের আওতায় ৩০ মে সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলাধীন ভিলেজ সুপার মার্কেটে প্রকল্পধীন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ উদ্যোক্তা ও কৃষক/কৃষাণীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি হিসেবে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তৃতায় নির্বাহী চেয়ারম্যান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজীবন লালিত সপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশের কৃষিতে অভূতপূর্ব সফলতা এসেছে। বঙ্গবন্ধুর জন্মশত বাষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে সবচেয়ে বড় সাফল্য একমাত্র কৃষিতে রয়েছে। উন্নয়নের এ ঈর্ষনীয় সাফল্যের ফলে সারা বিশ্বে চাল উৎপাদনে আমরা ৪র্থ স্থান থেকে ৩য় ধাপে এসে পৌঁছেছি। সারা পৃথিবীর বিষ্ময় আমাদের প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সক্ষমতা সব ক্ষেত্রে বাড়ার ফলে আজ দেশের মাথাপিছু আয় ২২২৭ ডলারে পৌঁছেছে ও শ্রীলংকাকে ঋন প্রদান করছি। কৃষি আজ একটা শক্ত ভিতের উপর দাড়ানোর ফলে এসব সম্ভব হয়েছে। তিনি বলেন, সরকার কৃষিকে এগিয়ে নিতে ও প্রযুক্তি নির্ভর কৃষি গড়তে কৃষক পর্যায়ে কৃষি যন্ত্রাংশসহ সব ক্ষেত্রে ভূতুর্কীর পরিমান বাড়িয়েছেন। কৃষকের খরচ কমাতে, লাগসই, নিরাপদ ও লাভজনক কৃষিতে পরিনত করতে সরকার কাজ করে চলেছে। তিনি সফল প্রকল্প ও সলিডারিডাডের মাধ্যমে খুলনার ডুমুরিয়া থেকে প্রথম বারের মতো সবজি রপ্তানীর জন্য ধন্যবাদ জানান। উত্তরনের সফল প্রকল্পের সাপ্লাই চেইন অফিসার মিতা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ঢাকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষণ রায়। অন্যান্যদের মধ্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শচীন্দ্রনাথ বিশ্বাস, আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কৃষিবিদ ডা. মাহমুদা সুলতানা, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান ও সলিডারিডাডের কম্যুডিটি ম্যানেজার ড. নাজমুন নাহার প্রমুখ। ভিলেজ সুপার মার্কেটে বিভিন্ন কৃষি পণ্যের গ্রেডিং ও কোয়ালিটি যাচাই বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় প্রকল্পধীন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ উদ্যোক্তাসহ শতাধিক কৃষক/কৃষাণী, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ডুমুরিয়ার কাঁঠালতলা ও আঙ্গরদহ গ্রামে সবজির এক্সপোর্ট ক্লাস্টর, দুধ সংগ্রহ কেন্দ্র, ইনপুট শপ ও ডেইরী মডেল ফার্ম পরিদর্শন করেন।