Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০১৭

বগুড়ার সারিয়াকান্দিতে বন্যাদুর্গত কৃষকের মাঝে ধানের চারা বিতরণ


প্রকাশন তারিখ : 2017-08-27

 

২৬-০৮-২০১৭ তারিখ শনিবার বিকাল ৫.০০ টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা চত্বরে বন্যাদুর্গত কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) জনাব মো. মোশারফ হোসেন। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মো.জাহিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলার উপ-পরিচালক কৃষিবিদ প্রতুল চন্দ্র সরকার সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট ব্যাক্তি কর্মকর্তাবৃন্দ।

 

এর আগে মাননীয় প্রধানমন্ত্রী  বন্যাদুর্গত ১০ জনের মাঝে ত্রাণ সামগ্রী এবং ৫ কৃষকের হাতে ধানের চারা তুলে দিয়ে ত্রাণ বিতরণ এবং কৃষি পুনর্বাসনের উদ্বোধন করেন।  এরপর তার ধারাবাহিকতায় ২৫০ চাষীর মাঝে ২৫০ বিঘা জমি আবাদের জন্য ধানের চারা বিতরণ করা হয়। ধানের জাতের মধ্যে ছিল স্থানীয় জনপ্রিয় জাত গাইঞ্জা, নাইজারশাইল, বিআর-২২, বিআর-২৩, বিনা-৭ । চারাগুলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিনা, হর্টিকালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলার উপ-পরিচালক –এর কার্যালয় প্রাঙ্গণ এবং অন্যান্য পতিত জায়গায় উৎপাদন করে তা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

 

অনুষ্ঠান চলাকালীন সময় প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।