পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুঠিয়া, রাজশাহী আয়োজনে ‘‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশী ফল বেশী খান’’-এই প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ০৩ (তিন) দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা/২০১৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ দারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ০৩(তিন) দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলা/২০১৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব আনোয়ারুল ইসলাম (জুম্মা) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আমাদের দৈনন্দিন জীবনে ফল ও বৃক্ষের অবদান এবং উপকারিতা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনজুর রহমান । তিনি খাদ্য ও পুষ্টির নিরাপত্তায় মেলা থেকে কমপক্ষে ০৩টি করে ফল,ফুল এবং ঔষধি গাছের চারা কিনে বসতবাড়ি ও প্রতিষ্ঠান সহ ফাঁকা জায়গায় রোপণ করে দেশকে সবুজ ও শস্য শ্যামল করে গড়ে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার বাংলাদেশকে সবুজ ও শস্য শ্যামলা হিসেবে গড়ে তোলার জন্য কৃষিতে ভর্তুকী দিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছেন। তিনি ফল বৃক্ষের উপর অধিক গুরুত্ব প্রদান করেন এবং খাদ্যে স্বয়ংভরতা অর্জনের পাশাপাশি জনগনের পুষ্টির চাহিদা পূরন, ফল ও ফুল রপ্তানীর ব্যাপক সম্ভবনাকে বাস্তবে রূপদান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের সর্বত্র পর্যায়ে ফলের গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন । তিনি বলেন মা ও শিশুর অপুষ্টি রোধেও ফলের যথেষ্ট ভূমিকা রয়েছে । তিনি বলেন, বাংলাদেশে ১ কোটি ৫৫ লক্ষ কৃষি ভিত্তিক পরিবার রয়েছে । এ সকল পরিবারের বাড়ির আনাচে-কানাচে, ভবনের বারান্দা ও ছাদে, রাস্তার ধারে, সড়কের পাশে সবখানেই ফল গাছ রোপন করা যায় এবং অল্প পরিচর্যাই গাছ থেকে ফল পাওয়া যায় । তিনি উৎপাদন ও উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে যার যেখানে যতটুকু সূযোগ রয়েছে সেখানে কমপক্ষে তিনটি করে ফল,ফুল ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে নিজেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান ।
অনুষ্ঠানে বিড়ালদহ সৈয়দ করম আলী মাধ্যমিক বিদ্যালয়, তারাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে উন্নত জাতের ফলদ চারা প্রদান করা হয় । মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, বন বিভাগ, মৎস্য বিভাগ, আই এফ এম সি, ব্র্যাক নার্সারী, সুমি নার্সারী, অঅদর্শ কৃষি নার্সারী, জলি নার্সারী, অল স্কয়ার নার্সারী, অরণ্যক নার্সারী, মুনতাহার নার্সারী, আলামিন নার্সারী সহ মোট ১৫টি ষ্টল স্থাপণ করা হয় । প্রতিটি ষ্টলে কৃষির আধুনিক ও উন্নত প্রযুক্তি এবং উন্নত জাতের চারা কলম প্রদর্শণ ও বিক্রয় করা হয় ।
০৩(তিন) দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, ইাউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, কৃষক-কৃষানী, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ, কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সহ প্রায় ৬০০ জন উপস্থিত ছিলেন ।