Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০১৭

১৪২১ বঙ্গাব্দে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হলেন রাজশাহী গোদাগাড়ীর আদরী মার্ডি


প্রকাশন তারিখ : 2017-09-10

রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের নিমঘুটু পাথরঘাটা গ্রামের কংগ্রেস টুডুর স্ত্রী আদরী মার্ডি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ বঙ্গাব্দতে ভূষিত হয়ে  রৌপ্য পদক লাভ করেন। প্রথমে সে অন্যের জমিতে শ্রমিক হিসাবে কাজ করতেন তাতে ভাগ্যের কোন পরিবর্তন করতে পারেননি। পরে কিছু জমি লিজ নিয়ে স্বামী-স্ত্রী মিলে সবজি ও দানা জাতীয় ফসল চাষাবাদ শুরু করেন। গ্রীষ্মকালীন সিম ও তার সাথে অন্যন্যা ফসল আবাদ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন এবং বেশ মুনাফা অর্জন করেন। আদরী মার্ডি তার বাড়িতে কেঁচো কম্পোষ্ট সার উৎপাদন শুরু করেন। সেই সার দিয়ে নিজের সবজি ক্ষেত ও অন্যন্যা জমিতে ব্যবহার করে ভাল ফলাফল পান। পরবর্তীতে প্রতিবেশী কৃষক কৃষানীদের কেঁচো কম্পোষ্ট সার ব্যবহারে উৎসাহিত করেন। আদরী মার্ডি শাক সবজি উৎপাদন, জৈব সার ব্যবহার ও উন্নত কৃষি প্রযুক্ত ব্যবহার করে কৃষি কাজে ব্যাপক এলাকায় সাড়া ফেলায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ করেন। তাঁকে শাক সবজি উৎপাদন, জৈব সার ব্যবহার ও উন্নত কৃষি প্রযুক্ত ব্যবহরে সার্বিক সহযোগিতা করেন তার এলাকার উপ-সহকারী কৃষি অফিসার অতনু সরকার। পরবর্তীতে আদরী মার্ডি ১ বিঘা জমি ক্রয় করেন সেখানে বিভিন্ন সবজি ও নার্সারী করে বেশ লাভবান হন এবং পরে কয়েক বিঘা জমি লিজ লেন। সেই জমিতে আদরী মার্ডি ধান, গম, ভ’ট্রা উৎপাদন করে হয়ে যান শ্রমিক থেকে আর্দশ কষানী।কৃষি কাজে তার সংগে থেকে সব সময় সহযোগিতা করেন তার স্বামী কংগ্রেস টুডুর। আদরী মার্ডি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়ায় এলাকার কৃষক কৃষানীরা তাকে অভিনন্দন জানান ও তার নিকট হতে কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শ লেন।

 

উপজেলা কৃষি অফিসার গোদাগাড়ী কৃষিবিদ মোঃ তৌফিকুর রহমান এর নিকট আদরী মার্ডির বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিষয়ে জানতে জানতে চাইলে তিনি বলেন, আদরী মার্ডিকে উপজেলা কৃষি অফিসে শাক সবজি দানা জাতীয় বিভিন্ন ফসলের উপর প্রশিক্ষন প্রদান করা হয়।  সে কৃষি কাজে খুবই মনোযোগী হওয়ায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ করেন। তিনি আদরী মার্ডির মত উপজেলার  নারীদের কৃষি কাজে এগিয়ে আসার আহবান জানান। যার ফলে নিজের উন্নয়নসহ দেশ উন্নয়নের তরান্বিত হবে।