Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০১৬

আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় পাবনা সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরন কর্মসূচীর উদ্বোধন


প্রকাশন তারিখ : 2016-04-27

পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উপজেলার আওতাধীন পৌরসভা সহ ১০টি ইউনিয়নের এক হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে খরিফ-১/২০১৬-১৭ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদনের লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে প্রণোদনা সহায়তাপ্রাপ্ত কৃষকদের নিয়ে এক কৃষক সমাবেশ আজ সকাল ১১টায় উপজেলার শহীদ বগা মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বর্তমান মৌসুমে অল্প সেচে আউশ উৎপাদন বৃদ্ধি কল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা সহায়তা দিয়ে অধিক পরিমানে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদনই এই কর্মসূচীর মূল লক্ষ্য।

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের এই কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন । তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব এবং জন বান্ধব সরকার। কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষে উৎপাদন সংশ্লিষ্ট সকল প্রকার উপকরণের বিষয়ে সরকার সদা-সতর্ক এবং সেই সাথে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সকল প্রকার সুবিধা অসুবিধার বিষয়টি অনুধাবন করে বর্তমান খরিফ-১/২০১৬-১৭ মৌসুমে দেশব্যাপী উফশী আউশ ও নেরিকা আউশের জন্য বীজ ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে সহায়তা প্রদান করছেন। তিনি অত্যন্ত যত্নসহকারে সরকারের এই উৎপাদন কর্মসূচী বাস্তবায়নে প্রণোদনা সহায়তা প্রাপ্ত চাষীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ উল্লেখ করেন,আউশ আবাদে পানি সেচ কম লাগে। তাই অল্প সেচে উফশি আউশ ও নেরিকা আউশ উৎপাদন সম্ভব বিধায় প্রণোদনা সহায়তা প্রাপ্ত চাষীরা এই আউশের বীজ এবং সার দিয়ে বর্তমান মৌসুমে অধিক ধান উৎপাদন করতে পারবেন। তিনি বলেন, এই উপজেলায় ৭শত জন কৃষক ৭শত বিঘা আবাদের জন্য উফশী আউশ এবং ৩শত জন কৃষক ৩শত বিঘা নেরিকা আউশ উৎপাদনের জন্য সেচ খরচ, বীজ এবং রাসায়নিক সার বিনামুল্যে পাবেন। প্রত্যেক কৃষক প্রতি বিঘার জন্য উফশী আউশের বীজ  ৫কেজি এবং নেরিকা আউশের জন্য পাবেন ১০ কেজি বীজ। এছাড়া ইউরিয়া ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং সেচ সুবিধা বাবদ প্রত্যেক চাষীর ব্যাংক একাউন্টে ৪ শত টাকা অনলাইনে প্রেরন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাওয়াল বিশ্বাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা।

অন্যদের মধ্যে বাংলাদেশ কৃষকলীগ পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব সহিদুর রহমান সহিদ,সাধারন সম্পাদক মোজাহারুল ইসলাম মন্টু এবং সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা এবং উপস্থাপন করেন সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাইদ শিখন। পরে প্রধান অতিথি সহ সকল অতিথি বৃন্দ চাষীদের মধ্যে প্রণোদনা সহায়তার মালামাল বিতরন করেন। উল্লেখ্য,পাবনা জেলায় ২ হাজার ৯শত বিঘা জমিতে ২ হাজার ৯শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার ও সেচ প্রদানের খরচ বাবদ মোট ৪৪ লক্ষ ২৭ হাজার টাকা  প্রদান করা হবে।