১ থেকে ৫ আগষ্ট/২০১৭ পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সিটি কর্পোরেশন (গ্রিন প্লাজা) চত্তরে ৫দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মো. নূর-উর রহমান বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, রাজশাহী। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার, জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, রাজশাহী বিএডিসির যুগ্ম পরিচালক মো. আশরাফুল ইসলাম ও রাজশাহীর জেলার কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম বাবু।
উদ্বোধনীর শুরুতে সূধীবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ফলদ বৃক্ষ মেলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পবা উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ এ কে এম মঞ্জুরে মাওলা। তিনি বলেন ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ফলদ বৃক্ষের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সহজে যেমন নতুন নতুন ধ্যান-ধারণা নিতে পারবে, তেমনি মেলা থেকে বিভিন্ন কৃষি প্রযুক্তি, বৈজ্ঞানিক তথ্য বা সংবাদ সহজে গ্রহণ করতে পারবে। তিনি মেলা থেকে বিভিন্ন জাতের কমপক্ষে ২টি করে ফলদ ও বনজ বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য অনুরোধ জানান।
শুভেচ্ছা ও স্বাগত বক্তের পর “ফলদ বৃক্ষ রোপণ ”প্রতিপাদ্যের উপর প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী জেলা অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল। এর উপর তথ্য খন্ডন করে বিস্তারিত পর্যালোচনা করেন সরেজমিন গবেষণা বিভাগ বিএআরআই রাজশাহীর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডঃ মোঃ সাখাওয়াত হোসেন।
উদ্বোধনীর প্রধান অতিথি বলেন, ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সময় উপযোগী ফলদ বৃক্ষসহ অন্যান্য বৃক্ষ রোপণ অপরিহার্য। তিনি ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষের অবদানের কথা উল্লেখ করে বলেন, ফল একটি স্বাস্থ্য রক্ষাকারি খাদ্য কাজেই মানুষের দেহে শক্তি ও দৈহিক গঠনে বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই প্রতিদিন কিছু না কিছু যে কোন ধরনের ফল খেতে হবে আর এজন্য বাড়িতে যে কোন ফলের গাছ থাকা প্রয়োজন। তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে মেলা পরিদর্শণ ও মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন ধ্যান ধারনা গ্রহনের পাশাপাশি ৩টি করে ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য অনুরোধ জানান।
৫দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলায়, বন বিভাগ, ফল গবেষণা, আলেয়ার আলো, ব্যাক্তিমালিকানাধীন নার্সারীসহ কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির ফল প্রদর্শন বিষয়ক স্টলসহ ৪৯টি স্টল অংশ গ্রহন করে।
উদ্বোধনী পর্বে জেলা/ উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী ছাড়াও ৭০০ জন কৃষক উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্ব সাধারনের জন্য উম্মুক্ত রাখা হয়। এছাড়া সান্ধ্যকালীন অনুষ্ঠানে কৃষি তথ্য সাভির্স রাজশাহী কৃষি উন্নয়ন মূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি মহোদয় ফলের চারা কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে বিনামুল্যে বিতরণ করেন ।