Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ফেব্রুয়ারি ২০২০

নানা রঙের ফুল নিয়ে রাজশাহীতে পুস্পমেলা ২০২০ শুরু


প্রকাশন তারিখ : 2020-02-16

নানা রঙ আর প্রজাতির ফুল নিয়ে ১৪ জানুয়ারি রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে মনিবাজার চত্বরে শুরু হয়েছে ওয়ান ব্যাংক পুস্পমেলা। ফুল সর্ম্পকে মানুষের মাঝে আগ্রহ জাগাতে  প্রতি বছরের মতো এবারও পুস্পমেলার আয়োজন করেছে। ১৪ জানুয়ারি  শুক্রবার  পাঁচ দিনের এ মেলার উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ন কবির।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ান ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব ওয়াকার হাসান। বৈকালী সংঘের সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামান সভাপতিত্ব করেন।

মেলায় দর্শনার্থীরা কেউ একটু হাত দিয়ে ফুল ছুঁয়ে দেখছেন, আবার কেউ আদরের প্রিয় মুখটিকে ফুলের সৌন্দর্যে রাঙাতে ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখছেন।  শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের পদচারণায় মেলার প্রথম দিনটিই জমে উঠে। তবে মেলায় সবচেয়ে বেশি ভিড় ছিল তরুণ-তরুণীদের।

স্টলগুলিতে হরেক রকমের দেশি বিদেশি ফুল ও ফুলগাছ রয়েছে। স্টলে স্টার, গ্যাজানিয়া, গাদা, গোলাপ, ডালিয়া, জারবেরা, ক্রিজিয়াম, সালেসিয়া, ছলি ক্রিজিয়াম, ইফোরভিয়াসহ নানা প্রজাতির দেশি-বিদেশী ফুলের গাছ রয়েছে। এগুলোর কোনো কোনোটির দাম ২০ টাকা থেকে শুরু করে  হাজার টাকা পর্যন্ত রয়েছে ।

পাঁচদিন ব্যাপী পুস্পমেলায় রয়েছে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশনা। মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি রাত ৯ টা র্পযন্ত।