হাওড় অঞ্চলে বোরো ধান কর্তন চলছে। শ্রমিক সংকটে দ্রুততম সময়ের মধ্যে কোন দুর্যোগ আসার আগেই ঘরে ধান তোলা জরুরি। বিভিন্ন অঞ্চলের মত রংপুর অঞ্চল থেকেও নিরাপদে কৃষি শ্রমিক পাঠানো হচ্ছে। বোরো ধান কর্তনে সহায়তার অংশ হিসেবে রংপুর অঞ্চল থেকে কম্বাইন হার্ভেস্টার পাঠানো হচ্ছে।
কৃষক মো. আব্দুল খালেক এর নেতৃত্ব ২টি কম্বাইন হারভেস্টার নিয়ে নেত্রকোনার মদন উপজেলায় বোরো ধান কর্তনের উদ্দেশ্যে আজ (১৭ এপ্রিল) দুপুর ১২টায় রংপুর হাজীরহাট থেকে রওনা দিয়েছে। একটি কম্বাইন হার্ভেস্টার ঘন্টায় এক একর ধান কাটতে সক্ষম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জানান কম্বাইন হার্ভেস্টার পাঠানো নিয়ে কিছু জটিলতার জন্য যেতে একটু বিলম্ব হলেও ডিএই রংপুর জেলার উপপরিচালক ড. মো. সারওয়ারুর হক এবং সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুর ইসলাম এর যৌথ প্রচেষ্টায় হাওড়ে ধান কর্তনে অংশ গ্রহণ করতে রওনা হয়েছে। হাওড়ে অবস্থানকালীন হার্ভেস্টার চালক ও সহযোগিদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।