এখন কৃষির স্বর্ণযুগ। এ সৌভাগ্য সময়ে প্রয়োজন নিজেকে অংশগ্রহণ। আর তা কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। তাহলেই আমাদের এসডিজি অর্জন হবে। ২০৪০ সালে দেশ হবে উন্নত রাষ্ট্রে পরিণত। ৮ ফেব্রুয়ারি বরিশাল নগরীর ব্রির সম্মেলকক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ডিএইর অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত (ডিএই) এ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।
বানারিপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. রফিকুল ইসলাম, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম, মুলাদির উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল হাসান, নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।
কর্মশালায় প্রকল্পের চলতি ২০১৯-২০ অর্থবছরের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে ডিএই, ব্রি, বারি, বিএডিসি, এটিআই, কৃষি তথ্য সার্ভিস, এসসিএ, এসআরডিআই এবং বিনার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিএই, বরিশালের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন