মসলা জাতীয় ফসলের মধ্যে ধনিয়া অন্যতম। আমাদের গ্রাম কিংবা সহর সবখানেই খাবারের সাথে ধনিয়া যোগ করা যেন আমাদের চিরচেনা একটি ঐতিহ্য। বিশেষ করে সালাতের সাথে ধনিয়া ব্যবহার খুবই জনপ্রিয়। ধনিয়াযে শুধু খাবারের স্বাদ বাড়ায় তাইনয় ধনিয়াতে রয়েছে প্রচুর পরিমান পুষ্টি উপাদান যা আমাদের মানব দেহের জন্য খুবই কার্যকরী।
বাংলাদেশের সব জেলাতেই কিছুনা কিছু ধনিয়া চাষ হয়, তবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শ্রীরামপুর ব্লকে অন্তত ৭-৮ শত বিঘাতে বানিজ্যিকভাবে ধনিয়ার চাষ হয়। তবে এখানে অধিকাংশ কৃষকরা বীজ হিসেবে এ ধনিয়া চাষ করেন। কৃষকরা জানান প্রতি কেজি ধনিয়ার বীজ ১২০-১৫০ টাকায় বিক্রি করেন। বর্তমান সময়ে বারি ধনিয়া ২ অধিক ফলনশীল হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় কৃষকরা এ জাতের ধনিয়া চাষে খুবই আগ্রহী হয়েছেন। বারি ধনিয়া ২ এর গাছ বড় আকারের, শাখাপ্রশাখা বেশী এবং দানার আকার অন্যান্য ধনিয়ার চেয়ে বেশী হওয়ায় এর বানিজ্যিক সম্ভাবনাও বেশী। কৃষকের বানিজ্যিক ও আর্থিক বিষয়কে গুরুত্ব দিয়ে- বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা যোরদারকরণ প্রকল্প এর অর্থায়নে, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র,বাংলাদেশ কৃষি গবেষণা ইনসিস্টিটিউট (বারি), কুমিল্লা এর বাস্তবায়নে, ১৮/০৩/২০২০ তারিখে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, শ্রীরামপুর ব্লকে বারি ধনিয়া ২ এর কৃষক মাঠ দিবস পালন করা হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। বিশেষ অতিথি ছিলেন- ড. মো. হাবিবুর রহমান, পিএসও, বারি, কুমিল্লা; কৃষিবিদ মো. আবু তাহের, উপজেলা কৃষি অফিসার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; ড. মো. আইউব হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা; ড. মো. হাফিজুর রহমান, বারি, কুমিল্লা।