Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২০

কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প এর উদ্যোগে কর্মশালা


প্রকাশন তারিখ : 2019-12-17

 

কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প এর উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল, সিলেট এর আয়োজনে ১৭ই ডিসেম্বর ২০১৯ অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো: নুরুল ইসলাম, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো: সাইফুল ইসলাম। তিনি তথ্য প্রযুক্তির বিস্তার নিয়ে বলেন পুরাতন যে প্রযুক্তি বা তথ্যের দ্বারা বিস্তার ঘটত তা বর্তমান হতে সম্পূর্ণ আলাদা। তাই, নতুন আর পুরাতন তথ্যকে মিলিয়ে কাজ করলেই বাংলাদেশের উন্নয়ন অপ্রতিরোধ্য। বর্তমান যুগে সব কিছুই হাতের মুঠোয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ মুহুর্তের মধ্যে সব কিছু জানতে পারে। এর পর তিনি প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। এতে কার্যকর মান সম্মত তথ্য সেবা প্রদানের লক্ষ্যে কৃষি তথ্য সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং গনমাধ্যমের সাহায্যে কৃষির আধুনিক তথ্য সহজলভ্য করে কৃষিজীবিদের সচেতনতা সৃষ্টি করে লাগসাই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।


কর্মশালাটি কারিগরি ও আলোচনা দুটি সেশনে অনুষ্ঠিত হয়। কারিগরী সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন মজুমদার মো: ইলিয়াস, উপপরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট তিনি কৃষিতে ব্যবহৃত বিভিন্ন অ্যাপ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও ব্রি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষণায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সেগুলি তুলে ধরেন। মো: তমিজ উদ্দিন খান, উপ-পরিচালক হবিগঞ্জ মাঠ পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবহিত করেন।


প্রধান অতিথির বক্তব্যে কৃষিকে এগিয়ে নিতে আর কিভাবে তথ্য প্রযুক্তিকে সক্রিয় ভাবে ব্যবহার করা সম্ভব সে বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন বিশ্বের উন্নত দেশগুলো ফসল উৎপাদনে চাষাবাদ কার্যক্রম সম্পন্ন করতে সেন্সর based কাজ করে যাচ্ছে। আমাদেরকেও সেদিকে নজর দিতে হবে। তিনি আরও বলেন আগে আমরা ম্যানুয়ালি চাষাবাদ করতাম কিন্তু বর্তমানে IOT অর্থাৎ Internet for things ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করব। এছাড়াও তিনি কৃষি তথ্য সার্ভিসকে যুগোপযোগী ও শাক্তিশালীকরণ করতে রিভিজিট এর মাধ্যমে দক্ষ জনশক্তি নিয়োগ নিয়েও আলোচনা করেন।


অনুষ্ঠানে কৃষিবিদ জনাব মো: শাহজাহান অতি পরিচালক ডিএই খামারবাড়ী সিলেট সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: শফিকুল ইসলাম, অধ্যক্ষ, এটিআই, খাদিমনগর, সিলেট ছিলেন। এছাড়াও কর্মশালায় উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধিন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা এআইসিসি ক্লাব কৃষক এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।