Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মে ২০১৮

ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের জাতীয় কর্মশালা


প্রকাশন তারিখ : 2018-05-22

রাজধানীর খামারবাড়ির আ. কা. মু গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়ামে ২২ মে ২০১৮ তারিখ (মঙ্গলবার) ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (ডিএই অংগ) এর  জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলাম। তিনি বলেন, ভাসমান বেডে সবজি সম্পর্কে দিন দিন মানুষের জানার আগ্রহ বাড়ছে এবং বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হচ্ছে। এমনকি বিদেশিরাও এ বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করছে। তিনি আরও বলেন, ভাসমান বেড তৈরি আরো কম খরচ ও কৃষকের কাছে সজহলভ্য করতে হবে। ভাসমান পদ্ধতির চাষকে টেকসই করতে নতুন আরো প্রযুক্তি নিয়ে গবেষণা কাজ চালিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানীদের আহবান জানান।  

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. আনোয়ার হোসেন ও অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (ডিএই অংগ) এর  উপ-প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম।