Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০২০

এসডিজি অর্জনের জন্য ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে-পরিচালক, এসসিএ


প্রকাশন তারিখ : 2020-03-18
এসডিজি অর্জনের জন্য ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে। তাই উন্নত নতুন নতুন জাত অবমুক্ত করা দরকার। পাশাপাশি প্রয়োজন বীজপ্রাপ্তির নিশ্চিতকরণ। বীজ শিল্পকে করতে হবে আরো শক্তিশালী। ১৮ মার্চ বরিশাল নগরীর সাগরদিস্থ ব্রি সম্মেলনকক্ষে নিম্ন উৎপাদনশীল ধানের জাত প্রত্যাহারের জন্য জাত পরীক্ষণ শীর্ষক তিনদিনের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায়  বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক (এসসিএ) আবদুর রাজ্জাক এসব কথা বলেন।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সি সদর দপ্তরের উপপরিচালক ড. মো. জাকির হোসেন, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, ঝালকাঠির জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. মো. নজরুল ইসলাম শিকদার, ডিএই’র বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার আবদুল অদুদ খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।