কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদরের উদ্যোগে রবি/২০১৮ অর্থ বছরে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত বারি সরিষা/১৪ প্রদর্শনীর এক মাঠ দিবস গত ৯ জানুয়ারী সকাল ১০ টায় স্থানীয় মঘি ইউনিয়নের আঙ্গরদহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুল আমিন। প্রধান অতিথির বক্তৃতাকালে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর বলেন, এক সময় আমারা ভোজ্য তেল বলতে সরিষার তেলকেই বুঝতাম।। জনসংখ্য বৃদ্ধির সাথে সাথে ভোজ্য তেলের চাহিদা বাড়ার ফলে এবং স্থানীয় জাতের সরিষার ফলন কম হওয়ার কারণে বিকল্প ভোজ্য তেল সয়াবিনের প্রতি আমাদের ঝুঁকতে হয়। তিনি বলেন, সরিষার তেলে মানব দেহের জন্য অনেক গুণাগুণ রয়েছে। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত বারি সরিষা-১৪ জাতটি স্বল্প জীবনকাল এবং ফলন অনেক বেশি হওয়ায় কৃষকদের লাভের পরিমান অনেক বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে উপপরিচালক বলেন, কৃষি সম্প্রসারণের নতুন প্রযুক্তি হল সরিষার ক্ষেতে মৌ-বাক্স স্থাপন। এটি যেমন পরিবেশ সম্মত সেই সাথে সরিষার ফলন অনেকাংশেই বেড়ে যায়। পাশাপাশি একটি বাড়তি আয়ের ফলে কৃষকের লাভের পরিমাণ বাড়ে। তিনি এ প্রযুক্তিকে আরও লাভ জনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রুহুল আমিন বলেন, মাগুরা সদর উপজেলায় এ বছর ৮ হাজার ২ শত হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ৭ জন এসএমই কৃষককে দেয়া ৭টি মৌ-বাক্স এ প্রর্দশনী প্লটে স্থাপন করা হয়েছে। এ ছাড়াও উপজেলার আরও ৯টি মৌ খামার গড়ে তোলা হয়েছে যার মাধ্যমে ৮ শতাধিক মৌ বাক্স স্থাপন করা হয়েছে। এসব মৌ বাক্স থেকে এ পর্যন্ত ৪ হাজার লিটার মধু আহরিত হয়েছে। এ ছাড়াও লিচু, ধনিয়া, কালোজিরা সহ অন্যান্য ফসল থেকে আরও প্রায় ৪ হাজার লিটার মধু সংগ্রহ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, কৃষি সম্প্রসারণ অফিসার নুশরাত জাহান, মাগুরা প্রেস ক্লাব সম্পদক শামীম আহমেদ খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা পিল্টন মাহমুদ ও প্রগতিশীল কৃষক মোখলেছুর রহমান প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে সদর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার, উপসহকারী কৃষি অফিসার সহ শতাধিক কৃষক/কৃষণী উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দ স্থানীয় কৃষক/কৃষাণী ও সরকারি কর্মকর্তাসহ মৌ বাক্স থেকে মধু আহরণ প্রত্যক্ষ করেন।