Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২০

রংপুর অঞ্চলের পাঁচ জেলায় বিজয় দিবসে “কৃষি উৎসব” পালিত


প্রকাশন তারিখ : 2019-12-17
মুক্তিযোদ্ধাদের আত্বত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে। দেশ গড়ার যুদ্ধে এদেশের কৃষিজীবিরা ক্ষুধা মুক্তির লড়াইয়ে বিজয়ী হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিযোদ্ধাদের নিয়ে মহান বিজয় দিবসে বিজয়ের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি আধুনিক কৃষিতে উজ্জীবিত করার লক্ষ্যে সর্বস্তরের কৃষিজীবিদের অংশগ্রহণে বাংলাদেশে এবারই প্রথমবারের মতো রংপুর অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০১৯ উপলক্ষ্যে “কৃষি উৎসব” পালিত হয়।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ, গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুরের বাটগ্রাম, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঘোগাদহ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে দিনব্যাপী কৃষি উৎসবে কৃষিজীবিসহ সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেন।

কৃষি উৎসব ঘিরে স্থানীয় কৃষিবীজিদের মাঝে আগ্রহ ও উদ্দিপনা দেখা যায়। উৎসবে বিনোদনের জন্য যেমন ছিল কৃষিভিত্তিক ও লোকজ গান এবং আধুনিক কৃষি প্রযুক্তিসমূহের ভিডিও চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনী, তেমনি ছিল বিভিন্ন স্টলে নতুন ও উন্নত কৃষি প্রযুক্তি প্রদর্শনের ব্যবস্থা। আরো ছিল বিভিন্ন ধরণের পিঠাসহ লোকজ খাবারের সমারোহ। কৃষককে কৃষি যান্ত্রিকীকরণে উদ্বুদ্ধ করতে আধুনিক, যুগোপযোগী ও নিরাপদ কৃষি যন্ত্রপাতি প্রদর্শনের বিশেষ স্টলে আগ্রহী অনেকের ভীড় লক্ষ্য করা যায়। এছাড়া মাটি ব্যবস্থাপনা, আইপিএম, পুষ্টি প্রাপ্তিতে বসতবাড়িতে সবজি ও ফল চাষ, ভেষজ ও জৈব কৃষি, নিরাপদ সবজি ও ফল উৎপাদন,  নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র্র, ভালো বীজ ও ভেজালমুক্ত সার, কৃষি ডাক্তার  এবং ই-কৃষি ও তথ্য সেবা স্টলে কৃষকসহ আগ্রহী অনেকেই তাদের জিজ্ঞাস্য বিষয়গুলোর উত্তর খুঁজতে ভীড় করেন। কৃষি উৎসবে জীবিকে এন্টারপ্রাইজ, ইস্পাহানী এগ্রো লিঃ, কাজী ফার্মস গ্রুপ ও শার্প এনজিও বিভিন্ন স্টলে তাদের মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রমসমূহ তুলে ধরেন। স্থানীয় কয়েকজন উদ্যোগী কৃষক বিভিন্ন ধরণের দেশীয় পিঠা নিয়ে উৎসবে যোগদান করেন। এছাড়া স্থানীয় ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তাগণ উৎসবে তাদের উৎপাদিত জৈব সার বিক্রয়ের প্রচারণা চালান। কৃষি উৎসবের মাঝেই ১০০ জন কৃষকের মাঝে উপজেলায় নির্বাচিত একটি করে নিরাপদ ফল গ্রাম তৈরিতে উন্নত জাতের আমের কলম বিতরণ করা হয়।

দিনব্যাপী কৃষি উৎসবে আরো ছিল স্কুল ও কলেজ পর্যায়ে রচনা ও কৃষকদের নিয়ে ‘কৃষি কুইজ’ প্রতিযোগিতা, লোকজ খেলা মোরগ যুদ্ধ ও হাঁড়িভাঙ্গা খেলা, শিশুদের জন্য চকলেট দৌড় প্রতিযোগিতা, কৃষাণীদের জন্য বালিশ খেলার আয়োজন এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান। ইউনিয়ন পর্যায়ের প্রতিটি কৃষি উৎসবে প্রায় পাঁচ শতাধিক কৃষিজীবির অংশগ্রহণে স্থানীয় জনপ্রতিনিধিসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অঞ্চল, জেলা, উপজেলা ও ব্লক পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।