Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ফেব্রুয়ারি ২০২০

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির মাঠ দিবস


প্রকাশন তারিখ : 2020-02-20

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি” শীর্ষক ধুবইল ইউনিয়নে এক মাঠ দিবস ২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। ফসল উৎপাদনের পানি সাশ্রয়ী প্রযুক্তি ও পানি ব্যবস্থাপনা  সঠিক ব্যবহার করাই ছিল মাঠ দিবসের মূল উদ্দেশ্য।

উক্ত মাঠ দিবসে মিরপুরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য)কৃষিবিদ রঞ্জন কুমার প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুর রহমান মামুন, মিরপুর উপজেলার  সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অশোক কুমার কর্মকার।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অশোক কুমার কর্মকার স্বাগত বক্তব্যে  সুধিজনদের সাদুবাদ জানিয়ে খামার পর্যায়ে পানি সাশ্রয়ী প্রযুক্তিগত ব্যবহার ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল  উৎপাদনের  বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত উপপরিচালক (শস্য)কৃষিবিদ রঞ্জন কুমার প্রামানিক বলেন, ফসল উৎপাদনের পানি সাশ্রয়ী প্রযুক্তি ও পানি ব্যবস্থাপনায় বর্তমানে সরকারের সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে বোরো ক্ষেতে পানির অভাব নেই, পানি সাশ্রয়ী প্রযুক্তিগত ব্যবহার ও সঠিক ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সুযোগসুবিধা কৃষকদের জন্য অবারিত রাখছে। সরকার কৃষি উন্নয়নে কৃষকদেরকে প্রণোদনা সহায়তা সহ অন্যান্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে, তারই ফল আমরা পেতে শুরু করেছি। আমাদের দেশের জনসংখ্যা  দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে যথাযথ কৃষি প্রযুক্তি ব্যাবহার করে অধিক ফলনশীল ফসল উৎপাদন অব্যহত রয়েছে যার ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছি। ফসলের উৎপাদন বাড়াতে কৃষক-কৃষানীদের পানি অপচয় রোধে সচেতন করা হচ্ছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এছারাও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, চেয়ারম্যান মোঃ মাহাবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অশোক কুমার কর্মকার।

কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক/ কৃষানীদের সাথে মতবিনিময় শেষে সনদপত্র ও টোকেন হিসাবে প্রতিজনকে ১৮০০/-(এক হাজার আটশত)টাকা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন ধুবইল ইউনিয়নের  উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলীম ।