সিলেট অঞ্চলে আউশ আবাদ বৃদ্ধিকরণ শীর্ষক এক কর্মশালা ১২/০৫/২০১৮ খ্রি: শনিবার সকাল নয় ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়৷ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উক্ত কর্মশালার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, মাননীয় সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়৷
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সচিব মহোদয় সিলেট অঞ্চলে আউশের আবাদ বৃদ্ধিকরণের জন্য উপযোগী সকল ব্যবস্থা গ্রহন করার জন্য কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশণা প্রদান করেন৷ আমাদের সকলকে অঞ্চল ভিত্তিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে৷বীজের জন্য শুধুমাত্র বিএডিসি নির্ভর হলে চলবে না, ধান গবেষণা I ডিএই বীজ উৎপাদনের ব্যবস্থা করতে হবে৷ তিনি আরো বলেন, বিভিন্ন সময় দেখা যায় রাসায়নিক সার I কীটনাশকে ভেজাল পাওয়া যায়৷ যেখানে ভেজাল ধরা পড়বে সেখানেই জেলা প্রশাসকের সহযোগীতায় মোবাইল কোটের মাধ্যমে সর্বোচ্চ সাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে৷ তিনি জানান যে, সিলেট অঞ্চলের কোন জমি পতিত রাখা যাবে না, পতিত জমি পর্যায়ক্রমে চাষাবাদের আওতায় আনতে হবে৷ কর্মশালা সম্পন্ন করে সচিব মহোদয়সহ আগত অতিথিবৃন্দ বানিয়াচং উপজেলায় খামার যান্ত্রিকিকরনের মাধ্যমে রিপারের সাহায্যে নমুনা শস্য কর্তন অনুষ্ঠান-২০১৮ এ অংশগ্রহন করেন৷
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ নজমুল ইসলাম, অতিরিক্ত সচিব (পিপিসি), কৃষি মন্ত্রণালয়; কৃষিবিদ জনাব মোহাম্মদ মহসীন, মহাপরিচালক, ডিএই, খামারবাড়ি, ঢাকা; জনাব ড. মো. শাহজাহান কবীর, মহাপরিচালক, ব্রি, গাজিপুর৷ কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মো. আলতাবুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট৷