Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ফেব্রুয়ারি ২০২০

পাবনার বেড়ায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তিবায়িত প্রদর্শনীর বারি সরিষা-১৪ জাতের প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-02-20

    পাবনার বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তিবায়িত প্রদর্শনীর বারি সরিষা-১৪ জাতের প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে এক মাঠ দিবস বেড়া উপজেলার চর সাড়াশিয়া গ্রামে ২০ ফ্রেরূয়ারী অনুষ্ঠিত হয়।
 
 ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমানো, স্বল্প মেয়াদী, অধিক উৎপাদনশীল ও তেলের শতকরা হার বেশী বারি সরিষা-১৪ এর বহুল প্রচার ও চাষীদের  মাঝে এর আবাদ কৌশল জনপ্রিয় করাই ছিল এই মাঠ দিবসের মূল উদ্দেশ্য। উক্ত মাঠ দিবসে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আ.ক.ম শাহারীয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার (বি পি এম, পিপিএম)  শেখ রফিকুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আজাহার আলী, আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ,স্থনীয় সরকারের উপপরিচালক আফরোজা আক্তার, এডিএম মো. জাহিদ নেওয়াজ, বেড়া উপজেলার নির্বাহী অফিসার আশিফ আনাম সিদ্দিকী, বেড়ার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মস্কর আলী ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নজরুল  ইসলাম ।

       অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মস্কর আলী স্বাগত বক্তব্যে বারি সরিষা-১৪ জাতটির বৈশিষ্ট, জীবনকাল ও চাষাবাদ সর্ম্পকে আলোচনা করেন। এ জাতটি আমন ধান কাটার পর স্বল্পমেয়াদী জাত হিসেবে চাষ করে বোরো ধান রোপন করা সম্ভব ও ফসলের উৎপাদন বাড়াতে কৃষক-কৃষানীদের সচেতন করা হচ্ছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।  
 
       প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.আ.ক.ম শাহারীয়ার বক্তব্যে বলেন, দেশের তেলের চাহিদা পূরন এবং তেলের আমদানী কমিয়ে আনার লক্ষ্যে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তিবায়িত প্রদর্শনীর বারি সরিষা-১৪ জাতের চাষ করা হয়েছে। ফসল বিন্যাসে বছরে চারটি ফসল আবাদ করার মাধ্যমে ফসল নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি করার নিড়িখে এই কার্যক্রম গুলি মাঠ দিবসে গুরুত্ব সহকারে তুলে ধরেন। এছাড়া ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমানো, স্বল্প মেয়াদী ও অধিক উৎপাদনশীল বারি সরিষা-১৪ জাতের ওপর গুরুত্বারোপ করেন।
 
       বিশেষ অতিথি উপপরিচালক কৃষিবিদ মো. আজাহার আলী বক্তব্যে বলেন, উচ্চ ফলনশীল এবং রোগবালাই প্রতিরোধী বারি সরিষা-১৪ দেশের জনগনের তেলের চাহিদা পূরণে এক গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। ফলনের গুণগত বৈশিষ্ট্য গোল ও রং হলুদ, শুটি ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট । হাজার বীজ ৩.৫-৩.৮গ্রাম  বীজে তেলের পরিমাণ ৪৩-৪৪%। ফলন হেক্টও প্রতি ১.৪-১.৬ টন। এজাতটি অন্যান্য সরিষার চেয়ে ২৫-৩০% বেশি ফলন দেয়। ফলনও বাম্পার হয়েছে। পাশাপাশি কৃষক তার উৎপাদিত সরিষার ভাল দাম পাবেন বলেও জানান। ফলন আশাব্যঞ্জক হওয়ায় কৃষকের জন্য এ জাতের চাষ খুবই লাভজনক বলে উপস্থিত কৃষক-কিষানীদের এর আবাদ বাড়ানোর জন্য অনুরোধ জানান। উক্ত মাঠ দিবসে আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, উপপরিচালক আফরোজা আক্তার, এডিএম মো. জাহিদ নেওয়াজ, নির্বাহী অফিসার আশিফ আনাম সিদ্দিকী প্রমূখ।
 
    অনুষ্ঠানের আগে মো: জিকরুল  এর বারি সরিষা-১৪ জাত প্রদর্শনী প্লটের আগত চাষীদের দেখানো হয়। আগত চাষীদের সকলেই এ জাতটি আবাদের সম্মতি জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রায় চারশতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্টনটি সঞ্চলনা করেন,  উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহাজান অলী।