Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ August ২০১৮

রাজশাহীতে পানি সাশ্রয়ি প্রযুক্তির সম্প্রসারণ ও বিস্তার বিষয়ক আঞ্চলিক কর্মশালা


প্রকাশন তারিখ : 2018-08-14

১৩ আগস্ট ২০১৮ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্যোগে “পানি সাশ্রয়ি প্রযুক্তির সম্প্রসারণ ও বিস্তার”- বিষয়ক আঞ্চলিক কর্মশালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার উপপরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস-এর প্রফেসর মোঃকামরুজ্জামান।

 

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য ও মূল ধারনাপত্র উপস্থাপনা করেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুলাহ আল মামুন। তিনি প্রকল্পের অগ্রযাত্রা এবং ভবিষ্যত কর্মপরিল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি রেইজ বেড পদ্ধতি, এডাব্লুডি পদ্ধতি, এসআরআই পদ্ধতি ও ট্রাইকো কম্পোস্ট সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং সেই সাথে কমছে কৃষি জমি। তবুও দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অতি শিঘ্রই পুষ্টি নিরাপত্তাও অর্জিত হবে। তিনি ভূ-উপরস্থ পানি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন।  তিনি আরোও বলেন, বেড প্ল্যান্টার যন্ত্রটি ব্যবহার করলে একই সাথে জমি তৈরী, বেড তৈলী, সারিতে বীজ বপন , বীজ ডেকে দেওয়া একসাথে করা যায়। ফলে  ৫০ ভাগ সময় ও অর্থ সাশ্রয় করা সম্ভব।

 

অন্যান্য বক্তাগণ এই অঞ্চলের খামার যান্ত্রিকীকরণ, কম সেচের ফসল, পানি ব্যবস্থাপনা এসব বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। বক্তাগণ আরো বলেন, জনগনের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রয়োজন অল্প সময়ে বেশী পরিমান খাদ্য উৎপাদন। আর এ জন্য উন্নত বীজ, সার, সেচ পদ্ধতি ব্যবস্থাপনার সাথে উন্নত কৃষি যন্ত্রপাতি অত্যাবশ্যক হিসাবে দেখা দিয়েছে। তাই উন্নত সেচ এবং কৃষিতে যন্ত্র ব্যবহার এখন সময়ের দাবি।

 

অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক সহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।