Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ এপ্রিল ২০১৯

সার-বীজ এখন কৃষকের দোরগোড়ায় -পানিসম্পদ প্রতিমন্ত্রী


প্রকাশন তারিখ : 2019-04-21

সার-বীজ এখন কৃষকের দোরগোড়ায়। আগে কৃষিউপকরণ পেতে জীবন দিতে হয়েছিল। তখন সারের পেছনে দৌড়াতে হতো। আর আজ সার দৌড়াচ্ছে চাষির দ্বারে। এর কারণ হচ্ছে- কৃষকের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহ-মমতার বহিঃপ্রকাশ। গত ২০ এপ্রিল বরিশাল সদরের উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে আউশধানের বীজ এবং সার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় পানিসম্পদ মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এসব কথা বলেন।

 

উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিন, মেট্টোপলিটন কৃষি অফিসার ফাহিমা হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান রেহেনা বেগম, অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. এনামূল হক বাহার, জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরি, কৃষকলীগের জেলা সভাপতি অ্যাডভোকেট সাইফুল আলম গিয়াস, সধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিসহ সহস্রাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, চলতি খরিফ-১ মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে সদর উপজেলার ১ হাজার কৃষক এবং  মেট্টোপলিটন এলাকার ১ শ’জন চাষির প্রত্যেককে উফশী আউশধানের ৫ কেজি বীজ, সে সাথে ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেয়া হয়।