Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০১৯

পোরশায় আউশ প্রণোদনা বিতরণ করলেন মাননীয় খাদ্যমন্ত্রী


প্রকাশন তারিখ : 2019-04-15

নওগাঁর পোরশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপজেলা পরিষদ চত্তরে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশার উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

 

উদ্বোধনীর শুরুতেই পোরশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহ্ফুজ আলম তার স্বাগত বক্তব্যে বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের উন্নয়নে কৃষি পূর্নবাসন কর্মসুচীর আওতায় চলতি খরিপ-১/২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান উৎপাদন বৃদ্ধি কল্পে আউশ ধান চাষে ১ বিঘা উফসী আউশ ধান আবাদের জন্য ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদানের ব্যবস্থা নিয়েছে। সেই লক্ষ্যে উপজেলায় ১০১০ বিঘা উফসী আউশ ধান চাষে ১০১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে আউশ প্রণোদনা প্রদান করা হচ্ছে। এই সকল সরকারী প্রণোদনা সহায়তা কাজে লাগিয়ে ঊফসী আউশ ধানের আবাদ বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত কৃষকদের অনুরোধ জানান।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য চাহিদা দিন দিন বেড়ে চলেছে। দেশের এই খাদ্য চাহিদা মিটাতে বোরো ধানের পাশাপাশি আউশে আবাদ বাড়াতে হবে। তাই বর্তমান কষি বান্ধব সরকার কৃষকের উন্নয়নে এবং আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার সহায়তা প্রদান করে চলেছে। তিনি আরো বলেন, বরেন্দ্র এলাকা বলে খ্যাত পোরশা উপজেলায় আমন ধান, গম, শীতকালিন সবজি চাষের পর জমি পতিত থাকে তাই সে সময়ের মধ্যে উফসী আউশ আবাদ সম্পন্ন করা সম্ভব। এই প্রণোদনার সহায়তা কাজে লাগিয়ে আউশ ধানের আবাদ বৃদ্ধির আহ্বান জানান এবং পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার উদাত্ব আহ্বান জানান।


সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির পরিমান দিন দিন কমে যাচ্ছে ফলে বোরো ধানের পাশাপাশি আউশ ধানের চাষও বাড়াতে হবে। কারণ আউশ ধান চাষে প্রাকৃতিক দুর্যোগের আশংকা কম থাকে। তাই তিনি সকল কৃষকদের আউশ ধান চাষে প্রণোদনা সহায়তা কাজে লাগিয়ে ধানের উৎপাদন বৃদ্ধিতে এগিয়ে আসার অনুরোধ জানান।

 

উদ্বোাধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ ১০১০ জন প্রণোদনা সহায়তা গ্রহণকারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন। সমুগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পোরশা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার  মো: আব্দুল হাই।