জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে ইসলামী গণপ্রজাতন্ত্রী আফগানিস্তানের একটি উচ্চ পদস্থ টিম পরিদর্শন করেন। তের সদস্য বিশিষ্ট টিমের নেতৃত্ব দান করেন আফগানিস্তান মন্ত্রিপরিষদ কাউন্সিলের মহাপরিচালক এইচ. ই. নাছরুল্লাহ আরসালাই। টিমের সাথে বাংলাদেশের পক্ষে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লিয়েনে থাকা কর্মকর্তা অনিল কুমার দাস। পরিদর্শনকালে আফগান টিম নাটার কর্মকর্তাদের সাথে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে নাটার ভারপ্রাপ্ত মহাপরিচালক মুন্সী মোহাম্মদ হেদায়েত উল্লাহ নাটা কর্তৃক ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বলেন, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে নাটা কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় গবেষণা, সম্প্রসারণ ও শিক্ষার মধ্যে যোগসূত্রের কাজটি করে থাকে। অতএব কৃষি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে নাটা একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান। উপস্থাপন শেষে অতিথিবৃন্দ দেশে খাদ্য ও পুষ্টি বিষয়ক সফলতায় নাটার ভূমিকা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। মহাপরিচালক মহোদয় সেসব প্রশ্নের জবাব প্রদান করেন। মতবিনিময় শেষে অতিথিবৃন্দ নাটার অন্যতম উদ্ভাবন উদ্ভিদ সংরক্ষণ জাদুঘর (Plant Protection Museum) পরিদর্শন করেন। জাদুঘর পরিদর্শনকালে অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন। আফগান দল জাদুঘরটির অধিকতর উন্নয়নের পরামর্শ প্রদান করেন। মহাপরচিালক মহোদয় অতথিবিৃন্দকে নাটা পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।