Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ অক্টোবর ২০১৮

রাজশাহীর উন্নয়ন মেলায় “কৃষি ডাক্তার কর্নার” ও “ডিজিটাল কৃষি কর্নার” প্রশংসিত হয়েছে


প্রকাশন তারিখ : 2018-10-07

গত ৪-৬ অক্টোবর ২০১৮ রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ তে কৃষি মন্ত্রণালয় হতে স্থাপিত স্টল গুলিতে বিভিন্ন নান্দনিক বিষয় প্রদর্শিত হয়েছে। এসবের  মাঝে কৃষি ডাক্তার কর্নার ও ডিজিটাল কৃষি কর্নারটিও মেলায় আগত দর্শনার্থী ব্যাপকভাবে মূল্যায়ন করেছে। ইতিমধ্যেই রাজশাহীতে আবাসিক ছাদে ফুল ফল শাকসব্জিসহ বিভিন্ন ধরনের গাছ লাগানোর প্রবনতা বেড়েছে এবং এর পরিচর্যা নিয়েও জনগন বেশ সচেতন। জাতীয় উন্নয়ন মেলায় কৃষি ডাক্তার কর্নার ও ডিজিটাল কৃষি কর্নারটি ব্যাপক মানুষের উপস্থিতি তা প্রমান করে। তিন দিনের মেলায়  সকাল ৯ টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত কয়েক সহস্রাধিক মানুষ এই কর্নার দুটি হতে পরামর্শ গ্রহণ করেছেন।


কৃষি ডাক্তার কর্নার সম্পর্কে রাজশাহীর পবা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মন্জুরে মওলা বলেন, এই কর্নারে রোগ পোকা সনাক্তকরণের  বিভিন্ন নমুনা আছে ফলে মেলা প্রঙ্গন ছাড়াও অফিস সময়ে পবা উপজেলাা অফিসে সহজেই যে কেই পরামর্শ নিতে পারে। এই ধরনের কার্যক্রমের ফরে নগর কৃষি সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে যা পরিবেশ এবং পুষ্টি নিরাপত্তায় বিমেষ ভূমিকা রাখবে। তিনি আরোও বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ ফসলের সাথে ছাদ কৃষিতেও বিশেষ গুরত্ব প্রদান করেছে ফলে শহরের বেশ কিছু বাড়ির ছাদে পরিকল্পিত বাগান গড়ে উঠেছে।


ডিজিটাল কৃষি কর্নার প্রসঙ্গে রাজশাহীর মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ উম্মে সালমা বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। সাথে সাথে কৃষিতে আইসিটি এর ব্যবহার, প্রয়োগ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই কর্নার হতে কৃষি কল সেন্টার (১৬১২৩), অনলাইন সার সুপারিশ, বিভিন্ন আ্যাপস, ওয়েবসাইট, ই-বুক, কিয়স্ক মেশিন এসবের মাধ্যমে নগর কৃষির সাথে সংশ্লিষ্ট এবং ছাত্র-ছাত্রীদেও পরামর্শ প্রদান করা হচ্ছে। তিনি আরোও বলেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদন ২ গুন করার যে লক্ষ্য নিয়ে বর্তমান কৃষি বান্ধব সরকার কাজ করছে তা পূরনেও এ ধরনের কার্যক্রম ভূমিকা রাখবে।