Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ফেব্রুয়ারি ২০২০

পাবনায় উদযাপন হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস


প্রকাশন তারিখ : 2020-02-02


এবারের প্রতিপাদ্য বিষয়‘‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’’ পাবনার জেলা প্রশাসন এর অয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ০২ ফ্রেরুয়ারী সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ এর সভাপতিত্ব অলোচনা সভায় পাবনার জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.ইকবাল বাহার চৌধুরী স্বাগত বক্তব্যে জাতীয় নিরাপদ খাদ্য দিবস এর গুরুপ্ত  ও উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, নিরাপদ খাবার পেতে সব ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং আইন অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

ভেজাল বা মানহীন খাদ্য সরবরাহ করে যাতে কেউ পার না পায়, সেই নিশ্চয়তা দিতে হবে। শাস্তিটা লোক দেখানো উদাহরণ হলে হবে না। প্রতিটি ক্ষেত্রে আইন ভঙ্গকারীকে বিচারের আওতায় আনতে পারলেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে, অন্যথায় এসব দিবস পালন বার্ষিক অনুষ্ঠানের মধ্যে সীমিত থাকবে । এ সব  বিষয়ে সর্বক্ষেত্রে প্রসাশনের সহযোগিতা কমনা করেন।  

 

আলোচনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ বক্ত্যেবে বলেন, নিরাপদ খাবারের বিষয়টি মানুষের বেঁচে থাকা এবং সুস্থ থাকার জন্য অতি গুরত্বপূর্ণ হলেও এ সম্পর্কে জনগণের মধ্যে যেমন সচেতনতা কম, তেমনি বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় আছে, বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা ভাবছি, নিরাপদ খাদ্য নিয়ে, এটি এখন সময়ের দাবি, এবারের প্রতিপাদ্য বিষয়‘‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’’ জাতীয় ভাবে দিবসটি পালিত হচ্ছে। তিনি জেলার সকল বিভাগের কর্মকর্তাদের নিরাপদ খাদ্য উৎপাদন, সরবরাহ ও সংরক্ষণ , বাজারজাতকরণ নিশ্চিত করার বিষয়ে আহবান জানান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজাহার আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. আল মামুন হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন, পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

কৃষি তথ্য সার্ভিসের এআইসিও মো. জুলফিকার আলী সহ জেলার সকল বিভাগের কর্মকর্তা অংশগ্রহন করেন। আলোচনার পূর্বে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।