Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জানুয়ারি ২০১৮

রাজশাহীতে আমের আধুনিক উৎপাদন কৌশল ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2017-12-24

 

গত ২৩ ডিসেম্বর/২০১৭ বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের সার্বিক সহযোগিতায় রাজশাহীর ফল গবেষনা কেন্দ্র বিনোদপুর, রাজশাহীর সম্মেলন রুমে “আমের আধুনিক উৎপাদন কৌশল ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট, গাজীপুরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গম গবেষনা কেন্দ্র, নশীপুর, দিনাজপুরের পরিচালক কৃষিবিদ ড. নরেশ চন্দ্র দেব বর্মা ও সভাপতিত্ব করেন আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্র, চাপাইনবাবগঞ্জ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো: হামীম রেজা।

 

প্রশিক্ষণের উদ্বোধনীতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আম বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ফল। আর রাজশাহী আম উৎপাদনের প্রধান অঞ্চল। আধুনিক পদ্ধতিতে আম চাষ ও সংরক্ষণ করার মধ্য দিয়ে আমের ফলন বৃদ্ধি ও যথাযথ ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করার সম্ভব। আম দীর্ঘ মেয়াদী ফসল তাই সুদীর্ঘ সময় ধরে পরিচর্যা করতে হয়। আগে আমে আটি থেকে গাছ তৈরির করে আম চাষ করা হতো। এখন উন্নত পদ্ধতিতে কলম করার মধ্য দিয়ে আম চাষের  আধুনিক জাত উদ্ভাবিত হয়েছে। বৈজ্ঞানিকেরা গবেষনার মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবিত হওয়ায় আমের ফলন বৃদ্ধি পেয়েছে এবং জাতের বৈচিত্র এসেছে। আম এখন বিদেশে রপ্তানী করার মধ্য দিয়ে আম চাষীরা বেশ লাভের মুখ দেখতে শুরু করেছ। তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ যথাযথ ভাবে কাজে লাগিয়ে আমের উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরীতে আবদান রাখার অনুরোধ জানান। 

 

সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে আমের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাই তিনি প্রশিক্ষনার্থীদের মনোযোগী হয়ে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান নিজ তথা জাতীয় স্বার্থে মাঠ পর্যায়ে সম্প্রসারণের অনুরোধ জানান। দিন ব্যাপি প্রশিক্ষণ ফল গবেষণা কেন্দ্র বিনোদপুর, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলীম উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শামীম আকতার প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে রাজশাহী অঞ্চলে ৮০ জন আদর্শ কৃষক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বারি মাল্টা-১ এর চারা বিতরণ করা হয়।