Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২০

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের নিজস্ব অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


প্রকাশন তারিখ : 2020-02-16

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আব্দুল মুঈদ বলেছেন,অতিরিক্ত পরিচালকের অফিসের মাধ্যম্যে এ অঞ্চলের কৃষকগন কৃষির উন্নয়নে আরোও বেশি উন্নত সেবা পাবেন। গত ১৪ই ফেব্রুয়ারী ২০২০ দুপুর ১২ টায় বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের নিজস্ব অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে উপস্থিত উর্ধ্বতন কৃষি কর্মকর্তাদের নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। অফিস নির্মানে গুনগতমান ও সরকারী নিয়ম বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

 

বেলা ২ টায় মহাপরিচালক মহোদয় ঝুমঝুমপুরস্থ বিএডিসির বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রে যশোর অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মাঠে দন্ডায়মান ফসল ও কৃষির বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন। এরপর মহাপরিচালক যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর মুজিব বর্ষের বিভিন্ন ছবি ও কৃষি বিষয়ক  তথ্য চিত্র পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করেন। 

 

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নিরাপদ উপায়ে সবজি ও ফল চাষ এবং সংগ্রহত্তোর ব্যবস্থাপনা বিষয়ক তিন দিন ব্যাপি কৃষক কৃষানী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে মহাপরিচালক প্রধান অতিথির বক্তব্যে বলেন,জনগনের স্বাস্থ্যের উন্নতির জন্য আমাদের নিরাপদ উপায়ে সবজি ও ফল চাষ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা অচিরেই পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ন হবো । এজন্য মাঠ পর্যায়ে সরকারী উদ্যেগে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। তিনি বলেন,টমেটো যেমন সারা বছর ফলে তেমনি শীতকালীনসহ গ্রীষ্মকালীন পেঁয়াজের আধুনিক জাতের বীজ সংগ্রহ করে পেঁয়াজ চাষে চাষী ভাইদের এগিয়ে আসতে হবে। দেশের কৃষি উন্নয়নে প্রশিক্ষণ গ্রহন করে মাঠে প্রয়োগ করে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার সাধন করতে হবে।

 

কৃষিবিদ মোহাম্মাদ আলী,অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন,প্রকল্প পরিচালক বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প কৃষিবিদ মোঃ রুহুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপপরিচালক কৃষিবিদ মোঃ এমদাদ হোসেন সেখ। উপজেলা কৃষি কর্মকর্তা যশোর সদর কৃষিবিদ এস এম খালিদ সাইফুল্লাহ্ অনুষ্ঠান সঞ্চালনা করেন।