Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২০

নিরাপদ সবজি গ্রামের চাষিদের সাথে লালমনিরহাটে মহাপরিচালকের মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2020-01-12

বক্তব্য রাখছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আব্দুল মুঈদ।    

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদর এর আয়োজনে গত ১২ জানুয়ারী সকাল ১০ টায়  কাটেয়াটেপা মোগলহাট লালমনিরহাট স্থানে নিরাপদ সবজি গ্রামের চাষিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আব্দুল মুঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল রংপুর এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, দিনাজপুর অঞ্চল, দিনাজপুর অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াজেদ,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট এর উপপরিচালক কৃষিবিদ বিধু ভূষণ রায়, হটিকালচার সেন্টার বুড়িরহাট রংপুরের উপপরিচালক মাউদুদুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণঅধিদপ্তর রংপুর অঞ্চল রংপুরের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ আলী। প্রধান অতিথি বলেন, আমরা দানাদার খাদ্যে স্বয়ংসর্ম্পন। কিন্তু আমরা প্রতি নিয়ত আমরা যা খাচ্ছি তা বিষে ভরা।

যার কারনে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যাচ্ছে।  তাই আমাদের দানাদার খাদ্যের পাশাপাশি বিষমুক্ত সবজি উৎপাদন করতে হবে। এ ব্যাপারে কৃষক ভাই ও বোনদের এ ব্যাপারে উৎসাহিত করতে হবে। এ জন্য প্রতি উপজেলায় একটি গ্রাম নিরাপদ সবজির গ্রাম হিসেবে তৈরি করতে হবে। এখান থেকে দেখে এ কাজ সমস্ত দেশে ছড়িয়ে যাবে। বিশেষ অতিথি মোহাম্মদ আলী বলেন, রংপুর অঞ্চল খাদ্য উদ্বৃত্ত একটি অঞ্চল। তাই এখন নিরাপদ খাদ্য তৈরির দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা খাদ্য তৈরি করি কিন্তু সেটা নিরাপদ কিনা তা আমরা জানি না।