Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২০

ঝালকাঠি সদরে সরিষার ওপর মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-02-24
উপজেলা কৃষি অফিস আয়োজিত বারি সরিষা-১৪’র ওপর এক কৃষক মাঠ দিবস ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি সদরের নবগ্রামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ পরিচালক মো. ফজলুল হক।
 
তিনি বলেন, তেলের চাহিদা পূরণে সরিষাও অংশীদার। রান্নার পাশাপাশি ভর্তা এবং সব ধরনের আচারে এর ব্যবহার বেশ জনপ্রিয়। সর্ষে ইলিশের  কথাতো না বললেই নয়। স্বাদে-গন্ধে অতুলনীয়। শরীরের ত্বকের জন্যও হিতকর। এতো গুণে গুণান্বিত এ ফসলের আবাদ অবশ্যই বাড়ানো দরকার।

বারি সরিষা-১৪ সম্পর্কে তিনি বলেন, এটি স্বল্পমেয়াদি। ফলনও হয় আশানুরূপ। এ অঞ্চলে আমন ফসল সংগ্রহের পর বোরো ধান চাষ করা যায়। তাই এ জাতের সরিষা আবাদ করে দক্ষিণাঞ্চলের শস্য নিবিড়তা বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব¦ করেন উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক  মো. খায়রুল ইসলাম মল্লিক এবং বাউকাঠি বিন্দু বাসিনী কলেজের অধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মনিকা বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য হাদিসুর রহমান বিপু, প্রদর্শনী চাষি মো. আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

ছবি: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক