Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২০

কুমিল্লা সদর দক্ষিণে জিংক ও আয়রন সমৃদ্ধ বিনাধান-২০ এর কৃষক মাঠ দিবস


প্রকাশন তারিখ : 2019-12-18
 
সোনার বাংলা সোনার দেশ সোনালী ফসলে ভরবো দেশ। এ উদ্দিপনা নিয়েই আমাদের কৃষি বিজ্ঞানী, কৃষি বিভাগ, কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে স্রোত ধারায় ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মাঝে ৪র্থ স্থান অর্জন করেছে। অর্থাৎ ধান উৎপাদনে বাংলাদেশ সয়ংসম্পূর্ণ। ধানের অধিক ফলনের পিছনে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা  ইনস্টিটিউটের(বিনা) রয়েছে উল্লেখযোগ্য অবদান।  এর মধ্যে বিনাধান-২০ খুবই কার্যকর একটি ধানের জাত। কারণ এ ধানে ২৬.৫ পিপিএম জিংক এবং ২০-৩০ পিপিএম আয়রণ থাকে। এর জীবনকাল ১২৫-১৩০ দিন। আয়রন সমৃদ্ধ হওয়ায় চালের রং লালচে রঙ্গের এবং চাল চিকন। আমন মৌসুমে এ জাতটি ৫.৫ টন হেক্টরপ্রতি ফলন দিতে সক্ষম। এ জাতটি পোকা ও রোগ সহনশীল জাত। বিশেষ করে বাদামী গাছ ফড়িং মধ্যম মাত্রায় প্রতিরোধী। এর চাষাবাদ প্রচলিত আমন ধানের মতই এবং পোকা ও রোগ দ্বারা তেমন আক্রান্ত হয় না তাই উৎপাদন খরচ কম হয়। বিনাধান-২০ এর সার্বিক বিষয়ে কৃষকদেরকে অবহিত করার জন্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানাবাড়ী ব্লকে, বিনা উপকেন্দ্র, কুমিল্লা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর দক্ষিণ এর সহযোগীতায়, উপসহকারী কৃষি অফিসার আমেনা খাতুনের পরামর্শে, ১৮/১২/১৯ তারিখে, কৃষক মো. হারুনের রশীদের জমিতে বিনাধান-২০ এর মাঠ দিবস পালন করা হয়।
 
 মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ মোসা. সিফাতে রাব্বানা খানম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। তিনি বিনা ধান-২০ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং উস্থিত কৃষকদের বিনাধান চাষাবাদ এর জন্য আহবান জানান। মাঠ দিবসে সভাপতিত্ব করেন- আলহাজ মো. সিরাজুল ইসলাম, সভাপতি কৃষকলীগ, সদর দক্ষিণ উপজেলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা কৃষি অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা; স্বাগত বক্তব্য রাখেন- কৃষিবিদ আব্দুর রাকিব, বৈজ্ঞানকি কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমল্লিা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কৃষিবিদ কাজী তাহামিনা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা।