Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০২০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আউশ প্রণোদনা বিতরন


প্রকাশন তারিখ : 2020-04-21

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত ২১ এপ্রিল ২০২০ তারিখে আউশ ধান উৎপাদনে কৃষকদেরকে উৎসাহিত করার লক্ষ্যে ১২৫০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনার কৃষি উপকরন বিতরন করা হয়েছে। প্রদানকৃত প্রণোদনায় কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার   এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। প্রনোদনায় ব্রি ২৬, ব্রিধান ৪৮ এবং নেরিকা জাতের ধান বীজ প্রদান করা হয়েছে। তাছাড়া আউশ আবাদ বেগবান করার জন্য ২৯০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধান বীজ প্রদান করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকের মাঝে উপকরন সামগ্রী বিতরন করা হয়। আনোয়ারা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে গত আউশ মৌসুমে উপজেলাটিতে ১৪২০ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছিল যা এ বছর বৃদ্ধি পেয়ে আনুমানিক দুই হাজার হেক্টরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।