কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা অঞ্চলের আয়োজনে, ২০১৯-২০অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে, ০১/০২/২০২০ তারিখে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সভাকক্ষে,আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রাশিক্ষণ কর্মশালায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক গণ অংশগ্রহণ করেন। বিগত বছরের কার্যক্রম থেকে অভিজ্ঞতা নিয়ে লাভজনক কৃষি কাজের সিদ্ধান্ত নিয়ে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে,সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কৃষি উৎপাদন বাস্তবায়ন করা এ প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সনৎকুমার সাহা, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তিনি বলেন-গতানুগতিক কৃষি কার্যক্রম থেকে বেরিয়ে আমাদেরকে আধুনিক প্রযুক্তির কৃষি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। কৃষি বান্ধব সরকারের আন্তরিক প্রচেস্টায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে এবং কৃষকের উৎপাদিত ফসল শতভাগ লাভজনক করার লক্ষ্যে,সমলয়ের অথবা সমতালের প্রযুক্তি কৃষকের মাঠে বাস্তবায়ন করা হচ্ছে। এর সুফল দেশের সকল জনগন ভোগ করতে পারবে।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন-কৃষিবিদ আলী আহাম্মদ, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চন্ডী দাসকুন্ড, পরিচালক, সরেজমিন উইং, ডিএই, ঢাকা; ড. মো. ওবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিককর্মকর্তা, বারি, কুমিল্লা; কৃষিবিদ সুরজিৎ চন্দ্র দত্ত, উপপরিচালক, ডিএই,