Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ August ২০১৮

রাজশাহীর পবায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন


প্রকাশন তারিখ : 2018-08-14

১১ থেকে ১৩ আগষ্ট/২০১৮ পর্যন্ত পবা উপজেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার পবা জনাব মোঃ জাহিদ নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য রাজশাহী-৩ (পবা-মোহনপুর) মোঃ আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পবা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোসাঃ খায়রুন্নেসা ও নওহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক।


“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলে পুষ্টি যোগাবে নতুন মাত্রা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনীর শুরুতে সূধীবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ফলদ বৃক্ষ মেলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পবা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা । তিনি বলেন ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে ফলদ বৃক্ষের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সহজে যেমন নতুন নতুন ধ্যান-ধারণা নিতে পারবে। তিনি বলেন, বৃক্ষ শুধু আমাদের শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন এবং খনিজ লবনের চাহিদাই পূরন করে এবং জীবন রক্ষাকারি অক্সিজেন, জ্বালানী কাঠ, কাগজ তৈরীর কাঁচামাল, মাটি ক্ষয়রোধ, রাস্তার সৌন্দর্য বর্দ্ধনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে পরিবেশ রক্ষা করে। কাজেই সবাইকে ফলদও বনজ বৃক্ষ রোপনে অগ্রণী ভূমিকা নিতে হবে। তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে মেলা ২টি করে  ফলদ বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য অনুরোধ জানান।


উদ্বোধনীর প্রধান অতিথি বলেন, ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সময় উপযোগী ফলদ বৃক্ষসহ অন্যান্য বৃক্ষ রোপণ অপরিহার্য। তিনি ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষের অবদানের কথা উল্লেখ করে বলেন, ফল একটি স্বাস্থ্য রক্ষাকারি খাদ্য কাজেই মানুষের দেহে শক্তি ও দৈহিক গঠনে বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই প্রতিদিন কিছু না কিছু যে কোন ধরনের ফল খেতে হবে আর এজন্য বাড়িতে যে কোন ফলের গাছ থাকা প্রয়োজন। তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে  মেলা পরিদর্শণ ও মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন ধ্যান ধারনা গ্রহনের পাশাপাশি ৩টি করে  ফলদ,বনজ ও  ঔষুধি বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য উদাত্ব আহ্বান জানান। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি মহোদয় ফলের চারা কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে বিনামুল্যে বিতরণ করেন ।


সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বৃক্ষ জীবন রক্ষাকারি অক্সিজেন, জ্বালানী কাঠ, কাগজ তৈরীর কাঁচামাল, মাটি ক্ষয়রোধ, রাস্তার সৌন্দর্য বর্দ্ধনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে পরিবেশ রক্ষা করে। কাজেই সবাইকে ফলদ,বনজ ও ঔষুধি বৃক্ষ রোপনে অগ্রণী ভূমিকা নিতে হবে। তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান গ্রহনের পাশাপাশি ২টি করে  ফলদ বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য আহ্বান জানান।


৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্যাক্তিমালিকানাধীন নার্সারীসহ কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির ফল প্রদর্শন বিষয়ক স্টলসহ ২১টি স্টল অংশ গ্রহন করে।


উদ্বোধনী পর্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী ছাড়াও ৬০০ জন কৃষক- কৃষানি, ছাত্র- ছাত্রী উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্ব সাধারনের জন্য উম্মুক্ত রাখা হয়। এছাড়া সান্ধ্যকালীন অনুষ্ঠানে কৃষি তথ্য সাভির্স রাজশাহী কৃষি উন্নয়ন মূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।