‘‘সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই”। এই শ্লোগান সামনে রেখে রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্টিজ সেন্টাল কাউন্সিল এর উদ্যোগে রংপুর বিশ্ব ডিম দিবস পালন করা হয়। গত ১২ অক্টোবর সকাল ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রংপুর টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্টিজ সেন্টাল কাউন্সিল এর আয়োজনে আলোচনা সভায় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ এর উপপরিচালক ডা. শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহীনা হক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর চিড়িয়াখানার কিউরেটর জসিম উদ্দিন, ক্যাবের ফিল্ড কো-অডিনেটর ইকবাল হোসেন রংপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন সহ অন্যান্য নেতুবৃন্দ। প্রধান অতিথি বলেন আমাদের প্রতিদিন একটি করে ডিম খেতে হবে। অনেকে বলেন ডিম খেলে স্বাস্থ্য বেড়ে যায় এ কথা ঠিক নয়। আমাদের স্বাস্থ্য ভাল রাখতে হলে নিয়মিত ডিম খেতে হবে।