Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলা-২০১৮ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-01-14

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানে বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার লক্ষে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি তিন দিন ব্যাপী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

 

সকাল ৯.০০ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিভ্রমণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ র‌্যালীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেয়। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে মৌলভীবাজারে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন জনাব মো: আবদুস সামাদ, সচিব (ভারপ্রাপ্ত), নৌ পরিবহন মন্ত্রণালয়; জনাব মো: তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার;  জনাব আলহাজ্ব আজিজুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, মৌলভীবাজার; মো: আনোয়ারুল হক, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), মৌলভীবাজার; জনাব সেছার আহমদ, সভাপতি, জেলা আওয়ামীলীগ, মৌলভীবাজার; মো: ফয়জুর রহমান, মেয়র, মৌলভীবাজার; জনাব মিছবাহুর রহমান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ, মৌলভীবাজারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে জেলা প্রশাসন দুটি বড় মনিটর বসিয়ে প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারি, কৃষিবিদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক উৎসুক জনতা প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান পেন্ডেলে চেয়ারে বসে উপভোগ করেন। এ মেলায় সরকারি বেসরকারিসহ প্রায় একশত একটি স্টল স্থাপন করে নিজেদের দপ্তরের উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন করেন। তিন দিন ব্যাপী এ উন্নয়ন মেলায় আগত জনসাধারণ বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অবলোকন করেন।