‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানে বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরার লক্ষে সারা দেশের ন্যায় সিলেটে উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি তিন দিনব্যাপী মোহাম্মদ আলী জিমনেসিয়াম অডিটরিয়ামের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ৯.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে মোহাম্মদ আলী জিমনেসিয়াম অডিটরিয়ামের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ র্যালীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেয়। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে সিলেটে বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন জনাব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিভাগীয় কমিশনার, সিলেট; জনাব মো. রাহাত আনোয়ার, জেলা প্রশাসক, সিলেট; সিলেট জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মেলায় সরকারি বেসরকারি প্রায় দেড় শতাধিক স্টল অংশগ্রহণ করে, প্রতিটা দপ্তর নিজেদের উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন করেন। তিন দিন ব্যাপী এ উন্নয়ন মেলায় আগত জনসাধারণ বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অবলোকন করেন। গত ১৩/০১/২০১৮খ্রি: সন্ধ্যায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়ন মেলা ২০১৮ সমাপ্তি হয়।
বিজ্ঞপ্তি : কৃষি তথ্য সার্ভিস, সিলেট।