কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের আয়োজনে এবং একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) সহযোগিতায় কৃষি তথ্য সার্ভিস রাঙ্গামাটির কম্পিউটার ল্যাবে ২১/০১/২০১৯ খ্রি: এবং ২২/০১/২০১৯ খ্রি: তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর রাঙ্গামাটি অঞ্চলের মাঠ পর্যায়ের অফিসারদের কৃষি বাতায়ন পরিচিতি ও ব্যবহার বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য। ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: নাসিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সফর উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা, এটুআই প্রোগ্রামের সংযুক্ত কর্মকর্তা মো: ওবায়েদুল হক রেজা এবং মো: জসিম উদ্দিন। শুরুতে প্রধান অতিথি কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য বলেন যুগের চাহিদা মেটাতে এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে তথ্য প্রযুক্তি ভিত্তিক সম্প্রসারণ সেবার যে নতুন যুগ শুরু হয়েছে তারই সমন্বিত প্রয়াস এই কৃষি বাতায়ন। এটি ব্যবহারের মাধ্যমে কৃষক, সম্প্রসারণকর্মী, ছাত্র-শিক্ষক, গবেষকরা কৃষি বিষয়ক জ্ঞান ও ভাবনা দ্রুত এবং কার্যকরভাবে আদান প্রদান করতে পারবেন যা আগামীতে প্রাকৃতিক দূর্যোগ সহনশীলতা, বাজারমূখী কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। কারীগরি সেশন এটুআই প্রোগ্রামের সংযুক্ত কর্মকর্তা মো: ওবায়েদুল হক রেজা এবং মো: জসিম উদ্দিন অংশগ্রহনকারীদের কৃষি বাতায়নের ব্যবহার বিষয়ে হাতে কলমে সম্যক ধারনা প্রদান করেন এবং জেলা ও উপজেলার কৃষি বিষয়ক তথ্যাবলী হালনাগাদকরণে সহায়তা প্রদান করেন। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন অংশগ্রহন করেন।