উৎসবমুখর পরিবেশে ফেনী জেলা সদরের পিটিআই মাঠে দেশের অন্যান্য স্থানের মত ১১ থেকে ১৩ জানুয়ারি ২০১৮ অনুষ্ঠিত হল উন্নয়ন মেলা ২০১৮। উন্নয়ন মেলায় প্রতিটি স্টলের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বরতগণ জনসাধারনের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। কৃষি মন্ত্রণালয়ের স্টলটিতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাড়ির ছাদে সবজি ও ফলের বাগান, টবের সবজি চাষ, বীজের অংকুরোদগম পরীক্ষার সহজ পদ্ধতি, রোগাক্রান্ত বীজ ও সুস্থ বীজ বাছাই ও রোপণ পদ্ধতি, আম পঁচন রোধে করণীয়, চারা রোপণ কৌশল ও ব্যবস্থাপনা, রোপা আমন জাতসমুহের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য সহ বিভিন্ন কৃষি কার্যক্রম তুলে ধরা হয়। তাছাড়াও বিভিন্ন কৃষি প্রযুক্তি মাল্টিমিডিয়া দিয়ে প্রদর্শন করা হয়। মেলায় দর্শকদের মন্তব্যের খাতায় লেখার উপর ভিত্তি করে প্রথম স্থান অধিকার করে কৃষি মন্ত্রণালয় ।
ফেনীর জেলা প্রশাসক জনাব মনোজ কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং মেলার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন। সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তির্বগ সহ বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহন করেন।