অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিএই, বরিশালের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন
কৃষিকে লাভজনক করতে প্রয়োজন আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার। আর সেগুলো চাষির দোরগোড়ায় পৌঁছানোর দায়িত্ব আমাদের। সবাই মিলে কাজ করলে অবশ্যই উৎপাদন বাড়বে কাংক্ষিত পর্যায়। কৃষক হবে সম্পদশালী। দেশ হবে সমৃদ্ধ। ২০ জানুয়ারি বরিশালের খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে আধুনিক কৃষি প্রযুক্তির ওপর দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন এসব কথা বলেন।
কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম এবং ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, মুলাদীর উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল হাসান, পিরোজপুর সদরের কৃষি সম্প্রসারণ অফিসার রিপন চন্দ্র ভদ্র প্রমুখ। প্রশিক্ষণে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এবং ভোলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।