Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২১

কুমিল্লা পরমাণু কৃষি গবেষণার উদ্যোগে কৃষকের মাঝে চার হাজার বিনা লেবু-১ এর চারা কলম বিতরণ


প্রকাশন তারিখ : 2021-08-12
 
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল লাভজনক ফসলসমূহের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বীজ ও চারা বিতরণ উপলক্ষ্যে কুমিল্লা জেলার কৃষকদের মাঝে ৪ (চার) হাজার বিনালেবু-১ এর চারা কলম বিতরণ করা হয়। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান কৃষকের মাঝে বিতরণের জন্য দুই হাজার চারা সংগ্রহ করেন। এর আগে বিনা, কুমিল্লা কর্তৃক কুমিল্লার কৃষকের মাঝে দুই হাজার চারা বিতরণ করেন। এছাড়াও বিনা কুমিল্লা কর্তৃক জেলার বিভিন্ন উদ্যোক্তা কৃষকের মাঝে ১০ জন কৃষককে বিনালেবু-১ এর ১০ টি বাগান স্থাপন করে দিয়েছেন। চারা কলম সংগ্রহকালে উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন- এই চারা আমরা কৃষকদের মাঝে অচিরেই বিতরণ করব। এর অন্যতম উদ্দেশ্য হলো বর্তমান করোনা মহামারীর মত সংকটে লেবু আমাদের পথ্য হিসেবে কাজ করবে। কারণ লেবুতে প্রচুর পরিমান ভিটামিন ‘সি’ থাকায় বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এছাড়া বিনালেবু-১ বীজ বিহীন, সুগন্ধীযুক্ত এবং বানিজ্যিক আকারের হওয়ায় এর বাজার মূল্যও বেশী। এসময় উপস্থিত ছিলেন- ড. মো. আশিকুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা; কৃষিবিদ অর্পিতা সেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা।