আশানুরূপ ফলন পেতে মাটি পরীক্ষা জরুরি। পাশাপাশি দরকার সুষম সার ব্যবহার। সে সাথে প্রয়োজন ভেজাল সার সনাক্তকরণ। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই ফসলের উৎপাদন খরচ কমবে। কৃষক হবেন লাভবান। ১৮ ফেব্রুয়ারি বরিশালের উজির পুরস্থ পূর্ব ধামসার কৃষক কল্যান সমিতির কার্যালয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় এস আর ডি আই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন এসব কথা বলেন
তিনি আরো বলেন, এ পরীক্ষার মাধ্যমে মাটির পুষ্টি উপাদানের সঠিক তথ্য পাওয়া যায়। পাশাপাশি কোন সার কতটুকু প্রয়োজন তাও জানা যাবে।
মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন তালুকদার
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এস আর ডি আই) বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহি, এসও ইসরাত জাহান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আলিমুর রাজি প্রমুখ।