কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম রাজশাহী জেলার কৃষি মন্ত্রণালয়ধীন সকল সংস্থার কর্মকর্তাদের নিয়ে ৩১ শে মার্চ সন্ধ্যা ৭.০০ টায় রাজশাহীর অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের এনসিডিপি সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দেব দুলাল ঢালী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অতিরিক্ত সচিব মহোদয় বলেন, আমরা এখন চালে উদ্বৃত্ত। তারপরও ধানের উৎপাদন আরো বাড়াতে হবে এবং পুষ্টি নিরাপত্তার বিষয় ভাবতে হবে। একদিকে দেশে জমি কমছে, অন্যদিকে যোগ হচ্ছে মানুষ। তাই অতিরিক্ত খাদ্য চাহিদা মেটাতে প্রয়োজন আউশের আবাদ বাড়ানো, আর আমনে দরকার জাত পরিবর্তন। আউশ ধানে স্থানীয় জাতের পরিবর্তে উফশী জাত প্রতিস্থাপন করতে হবে। সেসাথে ভুট্টার আবাদ বাড়ানোর এবং নিরাপদ সবজি উৎপাদনের ওপর বিশেষ গুরত্ব প্রদান করেন। এছাড়া তিনি কেঁচো কম্পোস্ট এবং ট্রাইকোকম্পোস্টেও ওপর জোর প্রদান করেন। তিনি পিজিআর, ভেজালসার, মাটি পরীক্ষা, বাজার ব্যবস্থাপনা, ফল রপ্তানি ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
মতবিনিময় সভায় ডিএই, বিএডিসি, এআইএস, এসসিএ, এসআডিআই, বারি, ব্রি, সুগার ক্রপস সহ অন্যান্য সংস্থার প্রায় ৪০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।