Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সচিব সমকালীন চাষাবাদের জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের কৃষক সমাবেশ ও মাঠ দিবস পালন করেন


প্রকাশন তারিখ : 2019-12-29

কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বাস্তবায়নে, সমকালীন চাষাবাদের জন্য পরীক্ষামূলকভাবে রাইসট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রম ২০১৯-২০২০ এর আওতায়, ২৮/১২/১৯ তারিখে, মজলিশপুর, মৈন্দমাঠ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়,  কৃষক সমাবেশ ও মাঠ দিবস পালন করা হয়। কৃষক সমাবেশ ও মাঠ দিবসে কৃষি সচিব মো: নাসিরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীদেরকে কৃষি বান্ধব সরকারের নানা টেকসই কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কৃষি সচিব কৃষক সমাবেশে বলেন-আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা চান-কৃষক যেন যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান উৎপাদন করে ধানের উৎপাদন খরচ কমিয়ে ধানের ন্যায্য মূল্য পায়। পরবর্তীতে এই কৃষক ধান চাষে আরো আগ্রহী হয়ে বেশী ধান উৎপাদন করেন। তিনি আরো বলেন- আমাদের মাননীয় কৃষি মন্ত্রীও এ বিষয়কে গুরুত্ব দিয়ে ধান চাষসহ সকল কৃষি উৎপাদন যেন যান্ত্রিকীকরণের মাধ্যমে হয় তা বাস্তবায়ন করার নির্দেশ দেন।

 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- হায়াত-উদ-দৌলা খাাঁন, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। স্বাগত বক্তব্য রাখেন- মোহাম্মদ আবু নাছের, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সনৎ কুমার সাহা, অতিরিক্ত সচিব(সম্প্রসারণ), কৃষি মন্ত্রণালয়; ড. মো. আবদুল মুঈদ, মহাপরিচালক, ডিএই, ঢাকা; ড. মো. শাহাজাহান কবীর, মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,গাজীপুর; কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল।