আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) আয়োজিত ‘মুগডাল সেবা’ অ্যাপস সম্পর্কিত কর্মশালা আজ (১৩ জানুয়ারি) পটুয়াখালির কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারের (কোডেক) প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পচিালক (আইসিটি উইং) ড. এম. শাহাব উদ্দিন।
তিনি বলেন, আমাদের ফসলের উৎপাদন আশাব্যঞ্জক। এখন দরকার কৃষিতে বাণিজ্যিকীকরণ। এজন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন অ্যাপস চালু রয়েছে। এর মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য চাষি সহজেই গ্রহণ করতে সক্ষম হবেন। এছাড়া আবহাওয়া সংক্রান্ত অগ্রীম সংবাদ পেয়ে তারা নিতে পারবেন দ্রুত পদক্ষেপ।
ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই পটুয়াখালির উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত এবং বরগুনার উপপরিচালক মো. মতিয়ুর রহমান।
সিমিটের হাব কো-অর্ডিনেটর হীরা লাল নাথের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, পিএসও ড. মো. ইদ্রিস আলী হাওলাদার, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পুর্ণেন্দু বিশ্বাস, ব্লু গোল্ডের জয়েন্ট ম্যানেজার তানভির ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের তথ্য অফিসার মোহাম্মদ মঞ্জুর হোসেন, ডিএইর কৃষি অর্থনীতিবিদ রেহানা সুলতানা প্রমুখ।
কর্মশালায় কৃষক, মুগডাল ব্যবসায়ীসহ ডিএই, কৃষি তথ্য সার্ভিস, আবহাওয়া অধিদপ্তর এবং ব্লুগোল্ডের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।