Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২০

ফেণীতে চট্টগ্রাম অঞ্চলের রাজস্ব খাতের ২০১৯-২০ অর্থবছরের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-01-26
গত ২৬ ই জানুয়ারী ২০২০ইং তারিখে ফেণী সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়ানে বাস্তবায়নাধীন কার্যক্রমের উপর এক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর জনাব সনৎ কুমার সাহা, অতিরিক্ত সচিব,  সম্প্রসারণ উইং, কৃষি মন্ত্রণালয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ চন্ডিদাস কুন্ড, পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

কর্মশালার শুরুতেই বিভিন্ন জেলার পক্ষ থেকে রাজস্ব অর্থায়নে স্থাপনযোগ্য কার্যক্রমের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে কর্ম পরিকল্পনা সংশোধন ও গৃহীত হয়। বিভিন্ন জেলা ও উপজেলা কার্যক্রমের উপর আলোচনা শেষে কর্মশালার প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ উইং এর অতিরিক্ত সচিব জনাব সনৎ কুমার সাহা মহোদয় তাঁর বক্তব্যে বলেন, যে ফসল চাষ করে কৃষক লাভবান  হবেন সেই ফসলের আবাদ সম্প্রসারণ করতে হবে। 
 
কোন এলাকায় নতুন কোন ফসল বা ফসলের জাত সম্প্রসারণের আগে সে এলাকায় ফসলটির বাণিজ্যিক সম্ভাবণা খতিয়ে দেখতে হবে। আমাদের জমির পরিমান দিন দিন কমে আসছে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য চাহিদা মেটানোর জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। কৃষির  মাধ্যমে কৃষক যেন লাভবান হতে পারে তা নিশ্চিত করার কথাও সকলকে ভাবতে হবে। যে কোন পরিকল্পনা প্রণয়নের সময় এ বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা প্রণায়নের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
 
কর্মশালায় বিশেষ অতিথি কৃষিবিদ চন্ডিদাস কুন্ড মহোদয় তাঁর বক্তব্যে কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিক কৃষি ব্যবস্থা, তৈল জাতীয় ফসল উৎপাদন, নিরাপদ কৃষি সহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয় সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম, কক্সবাজার, ফেণী, নোয়াখালী এবং লক্ষীপুরের জেলা ও উপজেলা পর্য়ায়ের কর্মকর্তাবৃন্দ; বিএডিসি, বারি, ব্রি, বিনা, এসআরডিআই, এআইএস, এসসিএ এর কর্মকর্তাবৃন্দ এবং কৃষক-কৃষাণী সহ শতাাধিক অংশগ্রহনকারী অংশগ্রহন করেন।