Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০১৯

বগুড়ার তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০১৯ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-01-27

২৫ হতে ২৭ জানুয়ারি ২০১৯  বগুড়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ সদস্য (বগুড়া-১) ও বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, পুলিশ সুপার, বগড়া এবং জনাব মোঃ মমতাজ উদ্দিন, সভাপতি, জেলা আওয়ামী লীগ। আর অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক জনাব ফয়েজ আহাম্মদ।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এখন পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তিনি নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণের ওপর বিশেষ জোর প্রদান করেন। এছাড়া তিনি চরাঞ্চলের জন্য আলাদাভাবে নজর দেয়ার জন্য কৃষি বিভাগকে পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি ভুট্টা আবাদ বৃদ্ধি এবং এর বহুবিধ ব্যবহারের ওপর তিনি গুরত্ব প্রদান করেন। তিনি খাদ্য রপ্তানি করে অধিক আয় এবং বাণিজ্যিক কৃষির ওপরও বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে, তিনি কৃষকদের আরোও নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজ করার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃষক মিডিয়াকর্মী এবং কৃষিবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কমচারী সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলার আয়োজনে এই মেলায় কৃষি তথ্য সার্ভিস সহ প্রায় ৩০ টি সুসজ্জিত স্টল এবং বিভিন্ন ধরণের ডিসপ্লে ছিল।