গত ২০/০৪/২০২০ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ,সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে ২ জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব তসিকুল ইসলাম তসি ।উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার বিমল কুমার প্রামানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরাম, কৃষি প্রকৌশলী সুমন চন্দ্র কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক, জনাব নজরুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার , কৃষিবিদ মোছাঃ কানিজ তাসনোভা।
অতিথিদ্বয় নিজ নিজ বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের শুরু থেকে জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে। যার ফলে দেশের সকল সেক্টরে অভুতপুর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে।দেশের মানুষের আর অনাহারে দিন কাটাতে হয় না। দেশের মানুষকে আর বিদ্যুৎ বা সারের জন্য জীবন দিতে হয় না। দেশের মানুষের মাথাপিছু আয়ের পরিমান উপরে উঠে এসেছে। সরকার পরিকল্পনা ব্যস্তবায়নের মধ্য দিয়ে মিলেনিয়াম গোল্ড প্রতিষ্ঠার মাধ্যমে আগামীতে রুপকল্প ২০২১ বাস্তবায়ন সম্পন্ন করে ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দেশের উন্নয়নে সকল জনসাধারণসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সংগে কাজ করার আহবান জানান।
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, ৫০% ভর্তুকির মাধ্যমে ২ জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হল যার প্রতিটির বাজারমূল্য ২০ লক্ষ ৫০ হাজার টাকা, ভর্তুকি মূল্য ১০ লক্ষ ২৫ হাজার করে। আশা করা হচ্ছে আসন্ন বোরো কর্তনে শ্রমিক সংকট মিটাতে এ মেশিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে আরো ৪টি এই মেশিন প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এবার জেলায় ৪৭ হাজার ২৫০ হেক্টর (৩ লাখ ৫৪ হাজার ৩৭৫ বিঘা) জমিতে বেরোধানের আবাদ হয়েছে। প্রতিটি কম্বাইন্ড হারভেস্টর মেশিন প্রতিদিন ৩৫ থেকে ৪০ বিঘা ধান কাটা ও মাড়াই করতে পারে। তিনি আরো জানান, মেমাসের প্রথম সপ্তাহ থেকে বোরো কর্তন শুরু হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার ,উপ-সহকারী কৃষি অফিসার সহ কৃষকগণ।