Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০২০

কৃষি প্রযুক্তি ব্যবহার করুন সাশ্রয়ে ফসল ঘরে তুলুন- কৃষি প্রযুক্তি মেলা ২০২০


প্রকাশন তারিখ : 2020-02-24
“কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর আলোকে গত ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সমন্বিত কৃষি উৎপাদনের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্ত নিশ্চিত করণ প্রকল্পের আওতায় কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠ মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২০’। আগত সকল অতিথি ও দর্শনার্থিদেরকে ৪ দিন ব্যাপী মেলায় স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কৃষিবিদ জনাব কাজী লুৎফুল বারী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার। 
 
প্রধান অতিথি জনাব নেছার আহমদ, মাননীয় সংসদ সদস্য, মৌলভীবাজার-৩ তার বক্তব্যে তিনি বলেন কৃষির ওপর আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা আছে। একটি দেশ কৃষি বিপ্লব ও শিল্প বিপ্লবের মাধ্যমে উন্নত হয়। সেই হিসেবে দেশ স্বাধীনের পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু তার পরিকল্পনা গ্রহন করেছিরেন, কৃষি বিপ্লবের কর্মসূচী দিয়েছিলেন তার হত্যার ফলে সেটা বাস্তবায়ন হয়নি। বর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ার লক্ষ্যে, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ২০২১ ভিশন বাস্তবায়নের লক্ষ্যে, অর্থাৎ একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং উন্নয়নের গতি ধারা বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
 
তিনি বলেন প্রতিটি কাজের একটি পার্শ¦ প্রতিক্রিয়া থাকে, সেজন্য কাজটি করার আগে সে দিকটি নিয়ে চিন্তা করতে হবে। আমরা জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করি, এগুলি ব্যবহারের ফলে আমাদের জমি ও পরিবেশের কি ক্ষতি হচ্ছে তা একটি বারও চিন্তা করিনা। আমাদের দেশের সাধারন কৃষক ফলন বাড়ানোর জন্য অতীতে যা করে আসছে বা এখনও করছে তাতে উৎপাদন বাড়ছে কিন্তু আমাদের পরিবেশ এবং জমি নষ্ট হচ্ছে। সাধারণ কৃষক যাতে অপরিকল্পিত ভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে সে জন্য তিনি কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য মাঠ পর্যায়ের সকল কৃষি কর্মকর্তাদের অনুরোধ জানান। তিনি বলেন আমি জানি কোন কৃষক যদি ফোন করেন তবে মাঠ পর্যায়েক কর্মকর্তাগণ উপস্থিত হয়ে যান এবং তাদের পরামর্শ গ্রহন করেন। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সকল ক্ষেত্রে গবেষণাকে গুরুত্ব দিচ্ছেন। আজকের কৃষি প্রযুক্তি মেলায় যা দেখছেন তা কিন্তু বিভিন্ন গবেষণার ফল।যা বাস্তবায়নের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যার ফলে কৃষিতে আজ আমরা সফলতা অর্জন করেছি।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দা জোহরা আলাউদ্দিন,মানীয় সংসদ সদস্য, সংরক্ষিত আসন-৩৩৬; জনাব মো. ফজলুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা; জনাব মো. কামাল হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মৌলভীবাজার সদর; জনাব মো. জমসেদ মিয়া, সভাপতি, কৃষকলীগ, মৌলভীবাজার। সভাপতিত্ব করেন জনাব নাজিয়া শিরিন, জেলা প্রশাসক, মৌলভীবাজার।
আ.ন.ম বোরহান উদ্দিন ভূঞা, এআইসিও