Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২১

বৈশ্বিক করোনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মহোদয়ের কৃষি প্রনোদণাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন


প্রকাশন তারিখ : 2021-08-10


কৃষি মন্ত্রনালয়ের সম্মানিত সিনিয়র সচিব, মো. মেজবাহুল ইমলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রম চলমান আমন মৌসুমে কৃষি প্রনোদণা, সারের মজুদ পরিস্থিতি, গ্রীস্মকালীন পিঁয়াজ উৎপাদন, সবজি বীজ উৎপাদন কর্মসূচী, বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটসহ মাঠে বর্তমানে দন্ডায়মান বিভিন্ন কার্যক্রম দুই দিনব্যাপী(২৮-২৯ জুলাই ২০২১) পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রথম দিন তিনি রংপুরে প্রথমে বিএডিসি সার গোডাউন ও সবজি খামার পরিদর্শন করেন । এছাড়া তিনি উপস্থিত বিভিন্ন দপÍর প্রধানগণের সাথে সংক্ষিপ্তভাবে মত বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।পরের দিন বুড়িরহাট হর্টিকালচার সেন্টারে গ্রীস্মকালীন পিঁয়াজের চারা উৎপাদন কর্মসূচী, উদ্ভোধন করেন। এবং বিকালে তিনি তাজহাট এটিআই শিক্ষারগুনগত মান কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট, তাজহাট রংপুরের শিক্ষকদের সাথে এক মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট এর সন্মানিত মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্তি পরিচালক, কৃষিবিদ বিধু ভূষণ রায়, রংপুর জেলার উপপরিচালক, কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মন্ডল, বিএডিসি এর যুগ্ম পরিচালক সার/বীজ প্রক্রিয়াজাতকরণ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, রংপুর অঞ্চল, রংপুর এর ড. মুহঃ রেজাউল ইসলাম এবং কৃষি বিপনন,এসআরডিআই, ব্রি, হর্টিকালচার সেন্টারের দপ্তর প্রধানগণ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, কৃষিই এদেশের মূল চালিকা শক্তি। তাই বর্তমান কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি মন্ত্রনালয় নিরলসভাবে কাজ যাচ্ছে। তবে এ অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য যে, সরকারের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে এ কার্যক্রম সম্পন্ন করা হয় ।