কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের উদ্যোগে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা ২০১৮-১৯ বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল মুঈদ। এছাড়াও অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস এম মোস্তাফিজুর রহমান, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শাহ আলম, ইশ্বরদি এটিআই-এর অধ্যক্ষ কৃষিবিদ এস এম হাছেন আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং প্রকল্প কার্যক্রম উপস্থাপনা করেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রকল্প কার্যক্রম বিশদভাবে বর্ননা করেন। তিনি উল্লেখ করেন প্রকল্প কার্যক্রমে এবার ১৬ ধরনের প্রদর্শণী বাস্তবায়ন করা হবে এবং প্রকল্প এলাকা হবে ২৯ জেলার ৮৮ টি উপজেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ প্রকল্প হতে যে সকল কৃষি যন্ত্রপাতি দেয়া হচ্ছে তা আগামীতে কৃষি উন্নয়নে ভ’মিকা রাখবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পুষ্টি নিরাপত্তা অর্জনের আহবান এবং এসডিজির লক্ষ্য পূরণে এ প্রকল্প সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদন ২ গুন করার যে লক্ষ্য নিয়ে বর্তমান কৃষি বান্ধব সরকার কাজ করছে তা পূরনেও এ প্রকল্পের কার্যক্রম ভুমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি চরাঞ্চল এবং ভ’ট্টা ফসলের দিকে বিশেষ নজর দেয়ার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান। এছাড়া তিনি কৃষকদের উপযুক্ত পরামর্শ এবং এর ফিডব্যাকের ওপর বিশেষ গুরত্ব প্রদান করেন।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তবে এখন পুষ্টির দিকে সকলকে নজর দিতে হবে। আগামীতে এই কার্যক্রম হতে কৃষকের কাংখিত পরিবর্তন গুলি ডকুমেন্টেশন করার ওপর বিশেষ গুরত্ব প্রদান করেন। প্রকল্প কার্যক্রম দ্রুত মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যও তিনি আহ্বান জানান ।
সভাপতি তাঁর বক্তব্যে চরাঞ্চালে নতুন ফসলের জাত সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ, কৃষি গবেষণা, বিএডিসি, এআইএস, এসসিএ, আরডিএ এবং কৃষক সহ বিভিন্ন কৃষি দপ্তরের প্রায় ১০০ জন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।