০৪-০৩-২০২০ কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালকের হল রুমে এনএটিপি-২ প্রকল্পের আঞ্চলিক প্রোগ্রেস রিভিউ ওয়ার্কশপ ২০১৯-২০ অনুষ্ঠিত হয়েছে । অতিরিক্ত পরিচালক( ভারপ্রাপ্ত) কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রকল্পের পরিচালক ড. রতন চন্দ্র দে কার্যক্রমের সার সংক্ষেপ তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের বিস্তারিত আলোচনা করেন। এসময় আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ সুরেন্দ্র নাথ রায় সহ রাজশাহী, নাটোর, নওগাঁ, ও চাপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এই কর্মশালায় উল্লিখিত সময়ে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সফল এবং দূর্বল দিকগুলি চিহ্নিত করে সেগুলি এগিয়ে নেবার কর্মকৌশল ঠিক করা হয়। বক্তাগণ এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি বাজার ব্যবস্থার উন্নয়ন এবং আধা বানিজ্যিক কৃষিকে বানিজ্যিক কৃষিতে নেয়ার ব্যাপারে বিশদ আলোচনা করেন। যাতে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষমাত্র অর্জনে প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখতে পারে।
০৪-০৩-২০২০ কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালকের হল রুমে এনএটিপি-২ প্রকল্পের আঞ্চলিক প্রোগ্রেস রিভিউ ওয়ার্কশপ ২০১৯-২০ অনুষ্ঠিত হয়েছে । অতিরিক্ত পরিচালক( ভারপ্রাপ্ত) কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রকল্পের পরিচালক ড. রতন চন্দ্র দে কার্যক্রমের সার সংক্ষেপ তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের বিস্তারিত আলোচনা করেন। এসময় আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ সুরেন্দ্র নাথ রায় সহ রাজশাহী, নাটোর, নওগাঁ, ও চাপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এই কর্মশালায় উল্লিখিত সময়ে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সফল এবং দূর্বল দিকগুলি চিহ্নিত করে সেগুলি এগিয়ে নেবার কর্মকৌশল ঠিক করা হয়। বক্তাগণ এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি বাজার ব্যবস্থার উন্নয়ন এবং আধা বানিজ্যিক কৃষিকে বানিজ্যিক কৃষিতে নেয়ার ব্যাপারে বিশদ আলোচনা করেন। যাতে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষমাত্র অর্জনে প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখতে পারে।